কোটালীপাড়ায় নিলামের দরপত্র শিডিউল ছিনিয়ে নেয়ার অভিযোগ, নিলাম বাতিলের দাবীতে বিক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের অকেজো ভবন নিলামের দরপত্র শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগে উঠেছে। সিন্ডিকেট করে নির্দিষ্ট কয়েকটি দরপত্র জমা দিয়ে বাকি দরপত্র আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দরপত্র জমা দিতে না পারা ব্যক্তিরা।
এদিকে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ ভবনের নিচ থেকে কালো ব্যাগভর্তি সিডিউল পাওয়া যায়।
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়সূত্রে জানা যায়, ৩৩ নং তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৭ নং আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল, ৯১ নং জামিলা সরকারি প্রাথামিক বিদ্যালয়, ১১১ নং সোনাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি পুরাতন ভবন ও পুরাতন ভবনের পরিত্যক্ত মালামাল নিলাম দেওয়ার জন্য গত ০৭ অক্টোবর দরপত্র আহ্বান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত । এ উপলক্ষে ১২ ও ১৩ অক্টোবর প্রতিটি ভবনের জন্য আলাদা আলাদা নিলাম মূল্য নির্ধারণ করে অফেরযোগ্য ১ হাজার টাকার বিনিময়ে নিলাম শিডিউল বিক্রি করা হয়।
প্রতিটি বিদ্যালয়ের জন্য ৩০ হাজার টাকার পে-অর্ডার সহ রবিবার সকাল ১০টা থেকে ৩ টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হয় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে।
রবিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রকৌশলীর উপস্থিথিতে টেন্ডার বাক্স ওপেন করেন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত।
৯১ নং জামিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে দরপত্র শিডিউল বিক্রি হয় ১শত ১টি। অন্যদিকে বাক্সে জমা পড়ে দরপত্র ৫ টি। এর মধ্যে ২ টি দরপত্রে কোন দর উল্লেখ করা হয়নি। ১১১ নং সোনাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ১টি বিক্রিত শিডিউল দরপত্রের মধ্যে জমা পড়ে ৬ টি দরপত্র। এর মধ্যে ১ টি দরপত্রে কোন দর উল্লেখ করা হয়নি। ৬৭ নং আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের ৯৬টি বিক্রিত শিডিউল দরপত্রের মধ্যে জমা পড়ে ৫ টি দরপত্র। এর মধ্যে ১ টি দরপত্রে কোন দর উল্লেখ করা হয়নি। ৩৩ নং তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯১ টি বিক্রিত শিডিউল দরপত্রের মধ্যে জমা পড়ে ২ টি দরপত্র। এর মধ্যে ১ টি দরপত্রে কোন দর উল্লেখ করা হয়নি। অন্য দরপত্রে শিডিউল মূল্যের চেয়ে দর কম থাকায় তারাকান্দ সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের নিলাম বাতিল করা হয়। অন্য ৩ টি বিদ্যালয়ে সর্ব্বোচ দরদাতাকে নিলাম প্রাপ্ত হিসেবে ঘোষণা করা হয়। এরপরই উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দরপত্র নিলাম বাক্সে জমা না পারা ব্যক্তিরা।
সাবেক ইউপি সদস্য সবুর শেখ বলেন, বিএনপি নেতা মিঠু, নান্নু ও অনামিকা ৮ থেকে ১০ জন ব্যক্তি নিয়ে আমাদের দরপত্র ছিনিয়ে নেয়। আমরা এই নিলাম বাতিলের দাবী জানাই। আগামীকাল আমরা লিখিত অভিযোগ দিবো ইউএনওর কাছে।
কোটালীপাড়া উপজেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক নাজমুল দাড়ীয়া বলেন, আমি দরপত্র জমা দিতে গেলে আমার হাত থেকে দরপত্র জমা দেওয়ার কথা বলে নিয়ে যায় বিএনপি নেতা মিঠু। পরে যখন বাক্স ওপেন করা হয় তখন বাক্সের ভিতর আমার দরপত্র না দেখে আমি অবাক হই। কিছু ব্যক্তি এই নিলামকে সিন্ডিকেট করেছে। বিকেলে আমাদের কিছু দরপত্র একটি কালো ব্যাগে ভরে তারা উপজেলা পরিষদের নিচে ফেলে রেখে যায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই নিলাম বাতিল করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।
উপজেল শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, আমরা নিয়মমাফিকভাবেই নিলাম আহ্বান ও নিলাম কার্যক্রম পরিচালনা করি। তবে বাহির থেকে কেউ কোন অনিয়ম করছে কিনা তা আমাদের জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, নিলাম সঠিক প্রক্রিয়ায় হয়েছে। তবে কেউ দরপত্র জমা দিতে পারে নাই বলে কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা

বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আত্রাইয়ে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার
