কোটালীপাড়ায় ২২ ফুট খালে ৭৪ ফুট ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ার ২২ ফুট প্রস্থের ছোট এক খালে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৭৪ ফুট আরসিসি গার্ডার ব্রিজ নির্মিত হচ্ছে, কিন্তু এই নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত দিয়েছে। অভিযোগকারীরা জানান, পবনার পাড় গ্রামে গ্রামীণ সড়কে ব্রিজ নির্মাণের জন্য পাইল তৈরিতে রিং কম দেওয়াসহ নানা অনিয়ম হয়েছে এবং পাইলের অর্ধেক মাটিতে পুঁতে বাকি অর্ধেকে পাইলের রড কেটে বিক্রি করে দিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার মান্দ্রা খেয়াঘাট থেকে বাপার্ড জাঠিয়া সড়কের ৬ হাজার ৫০ মিটার চেইনেজে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২২ ফুট প্রস্থের পবনাড় পাড় খালে ৭৪ ফুট (২২ মিটার) আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স সৌরভ ট্রেডার্স।
নির্মীয়মাণ ব্রিজের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এলাকাবাসী বারবার উপজেলা প্রকৌশল দপ্তরে অভিযোগ জানানোর পরও কোনো প্রতিকার না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই অভিযোগ দিয়েছে। স্থানীয়রা জানান, ব্রিজ নির্মাণে কার্যাদেশ অনুযায়ী কাজ করা হচ্ছে না। ঠিকাদারের লোকজন নির্মীয়মাণ পাইলিং থেকে রড খুলে বিক্রি করে দিচ্ছে। পাইল তৈরীতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে; পাইলে নিম্নমানের পাথর, অর্ধেক পরিমাণ রিং ও পরিমাণের চেয়ে কম সিমেন্ট দিয়ে পাইল তৈরি করা হয়েছে, যে কারণে মাটির নিচে অর্ধেক পাইল ঢুকতেই বাকি অংশ ভেঙে পড়ছে। পরবর্তীতে ঠিকাদারের লোকজন বাকি অর্ধেক পাইলের রড কেটে বিক্রি করে দিচ্ছে। পবনার পাড় গ্রামের কলেজ ছাত্র রকিবুল ইসলাম বলেন, ব্রিজের এসকল অনিয়মের বিষয়ে ঠিকাদারের লোকজনদের বললে তারা নিয়মমতো কাজ করছেন বলে বুঝিয়ে দেন। অন্যদিকে বেশি বাড়াবাড়ি করলে চাঁদাবাজি মামলার ভয় দেখান। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের লোকদের বলেও কোনো কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার অফিসের লোকদের সাথে যোগসাজগ করেই ঠিকাদাররা এই দুর্নীতির আশ্রয় নিচ্ছে এবং গত ৭ অক্টোবর ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউএনও’র নিকট আবেদন করেছেন।
নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন বাসিন্দা মফিজুল বলেন, মানুষের হাঁটা-চলাচলের জন্য জাঠিয়া থেকে রাধাগঞ্জ গ্রামীণ এলাকায় শৈলদা নদীর পাড়ে মাটির রাস্তা হচ্ছে। সেই রাস্তাটিতে ৬টি সরু খালে এলজিইডি ব্রিজ নির্মাণ করছে। পবনার পাড়ের ২২ ফুট খালটিতে এলজিইডি ২২ মিটার (৭৪ ফুট) ব্রিজ নির্মাণ করছে কোটি কোটি টাকা ব্যয়ে। ছোট এই খালে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার এক একটি কালভার্ট দিলেই হতো, সেখানে ৩ কোটি টাকার বিশাল গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা দিয়ে কখনও বাস গাড়ি চলাচলের সুযোগ নেই, তাহলে এতো বড় ব্রিজ কাদের স্বার্থে? অন্যদিকে এই ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এভাবে ব্রিজ হলে তা কতদিন টেকসই হবে? তিনি মনে করেন, এলজিইডি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে কাজে ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজের পাইল গাড়ার কাজ চলছে। ৬৪টি পাইলের মধ্যে ৬০টি পাইল স্থাপন করা হয়েছে। তবে প্রত্যেকটি পাইলের অর্ধেক পাইল মাটির নিচে ঢুকানোর পর বাকি অর্ধেক পাইল কেটে রড বের করছে ঠিকাদারের লোকজন। পাইলের রড কাটার জন্য ৩ জন শ্রমিক কাজ করছেন। আনোয়ার সরদার নামের এক শ্রমিক বলেন, তিনি খুলনা থেকে এসেছেন। তার সাথে আরো দুজন রয়েছেন। তাদের কাজ মাটির উপরের থাকা পাইলের অংশের রড বের করে আলাদা করা। ব্রিজটির ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো: মুরসালিন সৌরভের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত রয়েছেন বলে জানান। এদিকে কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে পবনার গ্রামের মামুন শেখ বলেন, গত বছরের ১৬ অক্টোবর এই ব্রিজের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ৬ তারিখে। অথচ নির্মাণ কাজের ১০ ভাগ এখনও সম্পন্ন হয়নি। কাজের অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, ব্রিজের পাইল থেকে রড কেটে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিবে। ব্রিজের নির্মাণ মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, ব্রিজের অনিয়মের অভিযোগটি উপজেলা প্রকৌশলীকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত