আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি জয়পুরহাটে সারজিস আলম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি বলে মন্তব্য করেছেন এনসিপি'র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার দুপুরে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আগামী ১০ দিনের মধ্যে জয়পুরহাট জেলার আহবায়ক কমিটি গঠন করা হবে। সংগঠনকে গতিশীল করার জন্য আগামী ২ মাসের মধ্যে দেশের সকল ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কমিটি গঠন করা হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের নির্বাচনের জন্য বলেন, সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা বলেন যে কারনেই হক না কেন এনসিপি সবার আগে তার যে ভিত্তিটা সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হবে।আমরা মনে করি সংসদ নির্বাচনে এই শক্তিশালী কাঠামো তৈরির মাধ্যমে আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। জয়পুরহাট পিছিয়ে পরা জেলা গুলোর মধ্যে একটি। জয়পুরহাটের উন্নয়নের জন্য আমাদের এনসিপির নেতৃবৃন্দ কাজ করে যাবে।
তিনি আরো বলেন, কোন দেশে যখন তিনটি রাজনৈতিক দল থাকে তখন নির্বাচনে ০১ নং দল এবং ০২ নং দল ভোট কাছাকাছি পায়। সেই সময় ৩য় দলটি যেই দলের সাথে যৌক্তিক এ্যালায়েন্স করে তারাই সরকার গঠন করে। আমি সেই জায়গায় বুঝাতে চেয়েছি। আগামীর বাংলাদেশে সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই অথবা শক্তিশালী বিরোধী দল হিসে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা রিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহদী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, গোলাম কবির, মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, আবু রায়হান, জহুরা বেগম প্রমুখ।
সারজিস আলম বলেন, এনসিপি আগামীর বাংলাদেশে সবার আগে জনগণের সার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। আমরা বিশ্বাস করি জনগণের সার্থকে প্রাধান্য দিতে পারি তাহলে দেশের সার্থকে প্রাধান্য দেওয়া হয়। আমরা জুলাই সনদে এর প্রতিফলন দেখেছি। জুলাই সনদে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন হওয়ার কথা ছিল তা হয়নি। সেই সনদ বাস্তবায়নে আইনের ভিত্তি এবং কিভাবে বাস্তবায়ন হবে তার ক্লিয়ারেন্স পাওয়াই আমাদের জায়গা থেকে জুলাই সনদে দায় সারা স্বাক্ষর করিনি। আমরা দলীয়ভাবে সেই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি। তারা জুলাই সনদে যা অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করেছে সেই বিষয়গুলো বাস্তবায়নের একটি রোডম্যাপ বা নিশ্চয়তা চাই। শুধু মাত্র আমরা নির্বাচনে যাব কয়েকটি আসন পাব এই এটাকে সামনে রেখে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারিনি। এটা জনগণের আকাঙ্খার বিপরীত। শাপলা প্রতিকের প্রশ্নে তিনি বলেন, অভ্যুথান পরবর্তী সময়ে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে একটি যৌক্তিক অধিকার পেতে এই ধরনের লড়াই করতে হবে এটি খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা প্রতিক পেতে এনসিপির কোন বাধা নেই তখন নির্বাচন কমিশন কোন বাঁধায় বা ভীত হয়ে বা পিছুটানে আমাদের সাথে স্বেচ্ছাচারিতা করে আমরা মনে করি আগামীর বাংলাদেশে নির্বাচন করার প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যেহেতু আইনগত বাধাহীন সেহেতু নির্বাচন কমিশন আমাদের সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদের কে শাপলা প্রতিক দিতে হবে না হলে এর আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনগতভাবে লড়াই করব নাহলে রাজনৈতিকভাবে রাজপথে নামতে বাধ্য হব।
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত