তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ এ. মুমেন, পরিচালক (প্রশাসন ও অর্থ), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা; জনাব ডাঃ ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা; এবং জনাব এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামি ফাউন্ডেশন, ভোলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা তথ্য অফিসার, ভোলা।
দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে গণমাধ্যম জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি সৈয়দ এ. মুমেন বলেন, “শুধু সরকার নয় গণমাধ্যম, সমাজের সচেতন মানুষ ও স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করলে টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব।”
ডাঃ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “টাইফয়েড টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বয়সে টিকা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।”
এছাড়া বক্তারা টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের মধ্যে টিকার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।
ওয়ার্কশপ শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী মিডিয়াকর্মীরা মাঠ পর্যায়ে টিকাদান প্রচারণা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়, এবং উপস্থিত সবাই টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম ব্যবহার করে গ্রামীণ জনগণের মাঝে টিকাদান সম্পর্কে প্রচার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ

মিরসরাই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

কাউনিয়ার বিনামূল্যে মিষ্টি কুমড়া, শসা বীজ ও সার বিতরণ

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

জয়পুরহাটে ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাণীনগরে বিসিআইসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তার ইন্তেকাল

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

মানিকগঞ্জে কালিগঙ্গায় বালু উত্তোলনে হুমকিতে ১৪ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্প

রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসব
