ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ১:১০

শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ এ. মুমেন, পরিচালক (প্রশাসন ও অর্থ), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা; জনাব ডাঃ ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা; এবং জনাব এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামি ফাউন্ডেশন, ভোলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা তথ্য অফিসার, ভোলা।

দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে গণমাধ্যম জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি সৈয়দ এ. মুমেন বলেন, “শুধু সরকার নয় গণমাধ্যম, সমাজের সচেতন মানুষ ও স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করলে টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব।”
ডাঃ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “টাইফয়েড টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বয়সে টিকা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।”
এছাড়া বক্তারা টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের মধ্যে টিকার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।
ওয়ার্কশপ শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী মিডিয়াকর্মীরা মাঠ পর্যায়ে টিকাদান প্রচারণা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়, এবং উপস্থিত সবাই টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম ব্যবহার করে গ্রামীণ জনগণের মাঝে টিকাদান সম্পর্কে প্রচার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত