ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

তানোরে প্রশাসক সড়াতে ইউএনওর নিকট মেম্বারদের দরখাস্ত, নাগরিকদের ক্ষোভ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ১:২৮

দল ক্ষমতায় তাই মেম্বার থেকে প্যানেল চেয়ারম্যানের পদ ভাগিয়ে নেন। এখন আবার পরিষদ প্রশাসক সড়িয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখলে মড়িয়া হয়ে উঠেছেন রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেজর। এতে নাগরিকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী এক আদেশে উপজেলার চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানকে সরিয়ে দেয়া হয়। এরপর এসিল্যান্ড মাসতুরা আমিনা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান। পরে তিনি অন্যত্র বদলি হলে নির্বাহী এক আদেশে পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খানকে নিয়োগ দেন জেলা প্রশাসক। তিনি এমন দায়িত্ব পেয়ে সুষ্ঠভাবে পরিষদ পরিচালনা করে আসছেন। এঅবস্থায় প্রশাসক সরিয়ে আ.লীগের দোসর চাঁন্দুড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মেজর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখলের জন্য গেলো ২২ সেপ্টেম্বর ইউএনও বরাবর দরখাস্ত দাখিল করেছেন। এমন দরখাস্তের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন ইউএনও নাঈমা খান।

এনিয়ে পরিষদ সচিব হুমায়ুন কবির জানান- তাদের অনুসারী মেম্বাররা আ.লীগের দোসর চাঁন্দুড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মেজরকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার জন্য বিভিন্ন উঠে পড়ে লেছেন। কারণ পরিষদের বিভিন্ন বরাদ্দ ভাগ-বাটোয়ারার লোভে প্রশাসক সড়ানো দরখাস্ত দিয়েছেন। কিন্তু ওই দরখাস্তে কোন স্বাক্ষর দেননি বলে নিশ্চিত করেছেন তিনি।

এবিষয়ে চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান ও সেক্রেটারী সাজ্জাদ হোসেন বলেন, অত্র ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মেজর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। বর্তমানে তিনি ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পরিষদের প্রায় মেম্বার আ.লীগের দোসর। ৫ আগস্টের পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। অনেকে জেলহাজতে ছিলেন। এহেন প্রেক্ষিতে পরিষদের প্রশাসক সড়িয়ে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আ.লীগ নেতা মিজানুর রহমান মেজরকে বসানো হলে পরিষদ ঘেরাও করে প্রতিবাদ জানানো হবে। আর নির্বাচন না হওয়া পর্যন্ত পরিষদের বর্তমান প্রশাসককেই আমরা দেখতে চাই বলে জানান এই দুই নেতা। তাদের এমন বক্তব্যের কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক পরিষদের একাধিক সদস্য জানান, ইউপি সদস্যরা দ্বিমত পোষণ করলেও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মেজর তাদের মামলা-হামলার ভয়ভীতি দেখান এবং দরখাস্তে তার পক্ষে মতামত দেয়ার নির্দেশ দেন। তাই তারা সবাই ভিতস্থ হয়ে স্বাক্ষর দিয়েছেন। তবে, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মেজর বলেছেন- আগে আ.লীগ করতেন ঠিক আছে, এখন আর আ.লীগ করেন না তিনি। পরিষদের প্রশাসক প্রায় দিন অফিসে আসেন না। এজন্য বিভিন্ন কাজে জনগণের হয়রানি ও বিড়ম্বণা হচ্ছে। ফলে সকল সদস্য তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যন হতে চাপ দিয়েছেন। তাই নিরুপাই হয়ে পরিষদের প্রশাসক সড়িয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বসাতে ইউএনও বরাবর দরখাস্ত দেয়া হয়েছে।

এবিষয়ে চাঁন্দুড়িয়া ইউপির প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্বাহী এক আদেশে চলতি বছরের ১ জানুয়ারী হতে চাঁন্দুড়িয়া ইউপির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সেখানে সরকারের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও ইউনিয়নবাসীর বিভিন্ন পারিবারিক সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা হচ্ছে বলে জানান তিনি। তবে, অত্র ইউপির প্রশাসক সড়ানোর আবেদন ব্যাপারে তিনি অবগত নন।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, তিনি যোগদানের দু’দিন পরে এমন একটি দরখাস্ত পাওয়া গেছে। ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক রয়েছে। সরকার নিষিদ্ধ দলের নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিযুক্ত করার কোন সুযোগ নেই। এরপরও জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হবে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

বিলাইছড়িতে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল

অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ

মিরসরাই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

কাউনিয়ার বিনামূল্যে মিষ্টি কুমড়া, শসা বীজ ও সার বিতরণ

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

জয়পুরহাটে ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাণীনগরে বিসিআইসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তার ইন্তেকাল

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন