ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হাসমত আলীর জমি দখল ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ভাইদের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ১:৫১

নড়াইলের লোহাগড়া উপজেলায় নলদী ইউনিয়নের কালিনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে হাসমত আলীর (৪৫) বিদেশ থেকে পাঠানো টাকায় ভাইয়া নিজেরা জমি ক্রয়, রাস্তার পাশে বাড়ি করে জায়গা দখল, চলাচলের রাস্তা না দেয়াসহ ফলজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে তারই ৪ ভাই শওকত আলী, আজমল মুসল্লি, আনোয়ার হোসেন ও সৎ ভাই লিয়াকত আলীর বিরুদ্ধে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধায় সরেজমিনে হাসমত আলীর বাড়িতে গেলে গাছ তুলে ফেলার বিষয়টি নজরে আসে। হাসমত আলী অভিযোগ করেন, তিনি ২০০১ সালে বিদেশে যান। বিদেশে গিয়ে তার মা ও ভাইদের কাছে টাকা পয়সা দিয়েছেন। তারা জমি ক্রয় করছে নিজেদের নামে কয়েক জায়গায় জমিতে তার নাম থাকলেও বাকিগুলা তারা নিজেদের নামে করেছেন। এমনকি তার বাড়ির জমিও ভাগাভাগি সমানভাবে করে দেয়নি। বাড়ির থেকে বের হওয়ার জন্য একটি পথের জায়গা দাবি করলেও তার বাকি ভাইয়েরা তা দিতে নারাজ। তারা রাস্তার পাশে বাড়ি তুলে তা দখল করে রাখছে। তার টাকায় লাগানো গাছের ফল খেতে দেয়না। পরে তার ঘরের পাশে ৩ বছর আগে একটি জমি ক্রয় করেন সেই জমি থেকেও অন্য ভায়েরা সম্পত্তি জোর করে ভাগ চান বলে অভিযোগ তার। এছাড়া মাঠের যে সকল জমি দলিল করতে বাকি আছে সেগুলাও তারা দলিল করে নিতে চায়। সোমবার (২০ অক্টোবর) হাসমত নড়াইল গেলে তার ঘর থেকে দলিল নিয়ে যায় তার ভায়েরা এবং বাড়ির সামনে লাগানো বেশকিছু ফলজ গাছ তুলে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

হাসমত আলীর সৎ মা রাহেলা বেগম বলেন, বিদেশ থেকে বাড়ি এসে হাসমত আমাদের সবাইরে পজিশন দিয়ে বাড়ি করে দিছে। এখন পথ নিয়ে ঝামেলা হয়ছে। সে নিজেই যার যার বাড়ি পথ দেখিয়ে দিয়ে এখন নিজেই পথ উঠোনের পর দিয়ে আটকে গাছ লাগাইছে। এখন পথ দেবেনা সে। একারনে আমার অন্য ছেলেরা গাছ গুলো উঠায়ে পথা বের করছে। আমি চাই আমার ছেলেগের শান্তি। তারা যাতে এক সাথে বসবাস করতে পারে।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, আমার ভাই হাসমত যে জমিতে বসবাস করছে ওই জমি আমরা সকলে মিলে রাখছি এর ভাগ সকলে পাবে। কিন্তু ভাই বলছে জমি সে একাই পাবে সে গোপনে রেজিষ্টি করতে গেছে। এছাড়া আমাদের সকলের যাওয়ার পথ আটকায় রাখছে একারনে গাছ উঠোই ফেলছি আমাদের পথের কারনে।

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

বিলাইছড়িতে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল

অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ

মিরসরাই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

কাউনিয়ার বিনামূল্যে মিষ্টি কুমড়া, শসা বীজ ও সার বিতরণ

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

জয়পুরহাটে ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাণীনগরে বিসিআইসি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তার ইন্তেকাল

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন