ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জে কালিগঙ্গায় বালু উত্তোলনে হুমকিতে ১৪ কোটি টাকার নদীতীর সংরক্ষণ প্রকল্প


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ২:৪৩

মানিকগঞ্জের ঘিওরের তরা এলাকায় কালিগঙ্গা নদীতে বালু মহলের ইজারা শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে চরম হুমকির মুখে পড়েছে নদী ভাঙ্গন রোধে ১৪ কোটি টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ডের ’নদীতীর সংরক্ষণ প্রকল্প’ ও তরা সেতুসহ গুরুত্বপুর্ণ স্থাপনা। ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা গেছে, একদিকে নদী ভাঙন রোধে চলছে ১৪ কোটি টাকা ব্যায়ে ’পানি উন্নয়ন বোর্ডের’ ’নদীতীর সংরক্ষণ প্রকল্পে’র ব্লক বসানোর কাজ। অপরদিকে সরকারি গুরুত্বপূর্ণ এ প্রকল্পের পাশেই চলছে ইজারা শর্ত ভঙ্গ করে নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ৪/৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন।এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সরকারের ’নদীতীর সংরক্ষণ প্রকল্পে’র কোটি কোটি টাকা পানিতে যাবে। হুমকিতে পড়বে নদীতীর এলাকার মানুষের বাড়ি-ঘর, স্কুল, মসজিদ, মন্দির শ্মশান ঘাট ও তরা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় ও প্রকল্পের কাজ বাস্তবায়নকারী সংশ্লিষ্টরা বলছেন, কালিগঙ্গা নদীর ভাঙ্গন হতে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড’ নদীতীর সংরক্ষণ প্রকল্পের’ প্যাকেজ কে-আর মানিকগঞ্জ ৪ ও ৫ নং দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প দু’টির আওতায় ৫০০মিটার করে ১০০০ মিটার এলাকায় নদী তীরবর্তি এলাকায় সিসি ব্লক বসানোর কাজ গত ২০২২-২৩ অর্থ বছর থেকে শুরু হয়েছে। যা শেষ হবে ২০২৫-২০২৬ অর্থবছরে। এরমধ্যে তরা শ্মশান ঘাট এলাকায় নোনা ট্রেডার্স ১৪ কোটি ২১ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে ৫০০ মিটার অংশের ৯০%  কাজ সম্পন্ন করেছে। চলমান এ কাজের  মধ্যে প্রকল্প এলাকার পাশেই অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৫০মিটার এলাকার সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে কোটি কোটি টাকা ব্যায়ে সিসি ব্লকের বাকী অংশটুকু নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতু এলাকার দুই পাশে ’নদীতীর সংরক্ষণ প্রকল্পের’ প্যাকেজ নং-৫ এর আওতায় আরো একটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এবং স্থানীয়রা বলেন, রাতের অন্ধকারে এবং ভোর বেলায় প্রতিনিয়ত কয়েকটি ড্রেজার দিয়ে ব্লক/জিওব্যাগের ডাম্পিন জোনের কারণে তীরে বসানো ব্লকগুলো ধসে পড়ছে। বর্তমানে কাজটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

স্থানীয় বিবেক সাহা বলেন, বালু মহালের ইজারাদারের লোকজন নদীর পশ্চিম পাশে এসে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে সিসি ব্লক ধসে পড়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সিসি ব্লকগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা করছেন তিনি।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা বলেন, বালু উত্তোলনকারী দিনের বেলায় নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করলেও রাতের বেলা বা ভোরে তারা নির্ধারিত স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলন করেন। যে কারণে প্রকল্প এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এব্যাপারে ইজারাদার মো. কামাল হোসেন বলেন, আমরা ইজারা শর্ত মেনেই যথাস্থানেই বালু উত্তোলন করছি। রাতের বেলায় কোন বালু উত্তোলন করা হয় না। যারা বলছে তারা মিথ্যা কথা বলছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, উক্ত প্রকল্পের কাজ শেষ হবে ২০২৫-২৬ অর্থ বছরে। বালু মহালের ড্রেজিংয়ের কারণে তরা শ্মশান ঘাট এলাকায় কিছু ব্লক নদীতে ধসে পড়েছে। এটা আমরা শুস্ক মৌসুমে ঠিক করে দিব। আর বালু মহালের ঠিকাদারকে প্রকল্প এলাকার মধ্যে এসে বালু উত্তোলন করতে নিষেধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ঘিওরের তরা ‘ক’ বালুমহাল থেকে প্রায় ৯৬ লাখ ঘনফুট বালু উত্তোলনের জন্য সম্ভাব্য ইজারা মূল্য ৩ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করে দরপত্র আহবান করে মানিকগঞ্জ জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। এতে ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভর্তুকিতে ৭ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকায় ইজারা পান মেসার্স রিজু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. কামাল হোসেন। গত ৩ জুন থেকে শুরু হওয়া এ ইজারা কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৩ এপ্রিল পর্যন্ত।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই

যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

লাকসামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিসমিল্লাহ্ বেকার্স’র শুভ উদ্বোধন

নির্বাচনের সঙ্গে ‘মব’ চলতে পারে না: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী