হাটহাজারীতে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে হাজারো শিক্ষার্থী ও পথচারী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং কলেজের ৫ হাজারেরও অধিক শিক্ষার্থী প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। রাউজান-হাটহাজারী আঞ্চলিক সড়কে নামমাত্র স্পিড ব্রেকার থাকায় বিদ্যালয়ে থাকাকালীন সময়েও শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে থাকে। গত এক বছরে চার লাইনের সড়ক পারাপারের সময় পথচারী ও শিক্ষার্থীদের ২০টিরও অধিক মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসে খুকি রানী নামে এক মহিলা সড়ক পারাপারের সময় মারাত্মকভাবে আহত হয়ে তাঁর পা হারান। এছাড়াও সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশার কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সড়কের কোলঘেঁষে এসব শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় প্রতিনিয়ত অভিভাবকরা সর্বদা আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শত কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা বেশি আতঙ্কে থাকেন, কখন যে তাঁদের প্রিয় ছোট সন্তানটি এত বড় সড়ক পার হয়ে তাঁদের বুকে ফিরে আসবে। এছাড়াও বিদ্যালয় ও কলেজে আসা শতাধিক শিক্ষককে ঝুঁকি নিয়ে এই ব্যস্ততম মহাসড়কটি পাড়ি দিতে হয়। এদিকে এই সড়ক পারাপার হয়ে মসজিদে এবং উপজেলায় আসা সেবাপ্রার্থী ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নামাজ ও বিভিন্ন কার্য সম্পাদন করতে গেলেও আতঙ্কে সড়ক পারাপার হন। এছাড়া উল্টোপথে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করার কারণে আরও আতঙ্কে থাকতে হয়।
হাটহাজারী সরকারি কলেজের আদিল নামে এক শিক্ষার্থী জানায়, তারা ব্যস্ত মহাসড়কটি পাড়ি দিয়ে কলেজে যাওয়ার সময় সব সময় আতঙ্কগ্রস্ত থাকে। এছাড়াও তাদের ছোট ভাই-বোনদের বিদ্যালয় এখানে রয়েছে এবং চোখের সামনে প্রায়ই এখানে দুর্ঘটনায় হতাহত হতে দেখা যায়। সে আরও জানায়, এখানে যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে, তা সড়কের সাথে বিলীন হয়ে গেছে এবং বিভিন্ন যানবাহন দ্রুত গতিতে চলাচল করে। তাই দ্রুত এ এলাকায় স্পিড ব্রেকারগুলো সংস্কার করার জন্য সে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। হাটহাজারী পার্বতী সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন জানান, মহাসড়কের বিদ্যালয়ের সামনের এই অংশটুকু খুবই ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে তাঁরা সর্বদা উদ্বিগ্ন থাকেন। তাই এই বিষয়ে তিনি সাবেক ইউএনও মহোদয়কে অবহিত করেছেন, কারণ তিনি এই বিদ্যালয়ের সভাপতি। এদিকে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানান, বিগত কিছুদিন পূর্বে একটা ফ্লাইওভার করার জন্য সাবেক ইউএনও মহোদয় বরাবরে একটি আবেদন দিয়েছিলেন। ফ্লাইওভার দিলে একসাথে অনেক শিক্ষার্থী পারাপার হতে পারবে। কিন্তু জায়গা স্বল্পতার কারণে সেটা সম্ভব নাও হতে পারে। বর্তমানে গতি নিরোধক যেটা আছে সেটা বিলীন হয়ে গেছে এবং এটা পুনরায় সংস্কার করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহর আল মুমিন জানান, এই বিষয়ে তিনি আপনার মাধ্যমে অবগত হয়েছেন এবং শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এসডি প্রতিবেদককে মুঠোফোনে জানান, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ, সেহেতু তা অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
এমএসএম / এমএসএম

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক

৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনসহ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্নকূট মহোৎসব উদযাপন
