শেরপুরে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশীর শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুরের ১০ ইউনিয়নে আওয়ামী লীগের কয়েক ডজন মনোনয়নপ্রত্যাশী নিজ দলের ব্যানার নিয়ে নৌকা প্রতিকের জন্য চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে আগাম গনসংযোগ, মতবিনিময় সহ নানা কার্যক্রমে জড়িয়ে প্রচারণায় নেমে পড়েছেন। নির্বাচনী প্রচারণার প্রথম ধাপে শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যান পদে খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নৌকা প্রতীক প্রত্যাশী পরিমল দত্ত তার নির্বাচনী এলাকার ২৪ গ্রামের মধ্যে দলীয় সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রায় ২ শতাধিক মোটর সাইকেল শোডাউন করেছেন।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে শেরপুরের খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় কোন প্রার্থী না থাকায় ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান পরিমল দত্তকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয় ওই বর্ধিত সভায়। । এরই ধারাবাহিকতায় গতকাল তিনি নেমে পড়েন নির্বাচনী গনসংযোগে।
গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান খোকা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সাজেদুল ইসলাম, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কৃষকলীগের সভাপতি সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
মনোনয়নপ্রত্যাশী পরিমল গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের বলেন, স্থানীয়ভাবে আমাকে একক দলীয় প্রার্থী করা হয়েছে। দলীয় প্রতীকে আমি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড সকলের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব।
জামান / জামান

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
