অফিসে নেই রায়গঞ্জের যুব উন্নয়ন কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন তরুণরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে গেলেও কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে উপকারভোগীদের।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বহু তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের তথ্য নিতে অফিসে আসেন। কিন্তু অধিকাংশ সময়ই অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। অনেক সময় দরজায় তালা ঝুলে থাকে। এতে আমরা ভীষণভাবে হয়রান হয়রানির শিকার হচ্ছি।
প্রশিক্ষণার্থী আলীম হোসেন বলেন, আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় আমাদের কাজের অগ্রগতি থেমে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে রায়গঞ্জে অবস্থান না করে প্রায়ই বাইরে থাকেন। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি সিরাজগঞ্জ শহরে থাকি, তাই আসতে একটু দেরি হয়। তবে আমি নিয়মিতই অফিসে আসি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সেবায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দপ্তরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধানের শীষের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রায়গঞ্জের রোমেল
বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার
আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার
রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল
৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ