তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা
রাজশাহীর তানোর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা। চলতি মাসের ৬ অক্টোবর তিনি তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই দায়িত্ব গ্রহণকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সাবিহা সুলতানার নেতৃত্বে হারিয়ে যাওয়া কলেজটির গৌরব ও সুনাম আবার ফিরে আসবে।
কলেজের ক্যামিস্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম দায়িত্ব পাওয়ার পরও নিয়মিত ক্লাস নিচ্ছেন। আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না। এখন শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং কলেজে শৃঙ্খলা ফিরে আসছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন,ম্যাডাম অত্যন্ত বিনয়ী, কর্মঠ ও মেধাবী একজন শিক্ষক। তিনি নিয়মিত কলেজে আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন কীভাবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যায়। শরীরচর্চা বিষয়ের শিক্ষক খাইরুল ইসলাম বলেন,“সাবিহা সুলতানা ম্যাডাম অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেন না। তার কাছে কলেজটি পরিবারের মতো, কিন্তু স্বজনপ্রীতি চলবে না।
কলেজের শিক্ষক ড. মোখলেছুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। কলেজের মানোন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন।”সহকারী লাইব্রেরিয়ান সোহেল রানা বলেন, ম্যাডাম দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসমুখী হয়ে উঠেছেন। কলেজে একধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সাবিহা সুলতানার প্রতি আমরা শুভকামনা জানাই।
একই মত প্রকাশ করেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিত ক্লাস নিতাম, এখনো তা অব্যাহত থাকবে। কলেজের গুণগত মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি কলেজের পুরনো মহিলা হোস্টেলটি সংস্কারের উদ্যোগ নিচ্ছি। আমি নিজেও সেখানে অবস্থান করব যেন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও আস্থা তৈরি হয়। তিনি আরও বলেন,তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই।তানোরের শিক্ষা অঙ্গনে সাবিহা সুলতানার এই দায়িত্ব গ্রহণকে অনেকে এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের প্রত্যাশা— তার নেতৃত্বে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ আবারও হয়ে উঠবে গৌরবের প্রতিষ্ঠান
Aminur / Aminur
ধানের শীষের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রায়গঞ্জের রোমেল
বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার
আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার
রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল
৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ