ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১০:৪৭

রাজশাহীর তানোর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সুলতানা। চলতি মাসের ৬ অক্টোবর তিনি তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই দায়িত্ব গ্রহণকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সাবিহা সুলতানার নেতৃত্বে হারিয়ে যাওয়া কলেজটির গৌরব ও সুনাম আবার ফিরে আসবে।
কলেজের ক্যামিস্ট্রি বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন,সাবিহা সুলতানা ম্যাডাম দায়িত্ব পাওয়ার পরও নিয়মিত ক্লাস নিচ্ছেন। আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা নিয়মিত ক্লাস নিতেন না। এখন শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং কলেজে শৃঙ্খলা ফিরে আসছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নির্মল দাস বলেন,ম্যাডাম অত্যন্ত বিনয়ী, কর্মঠ ও মেধাবী একজন শিক্ষক। তিনি নিয়মিত কলেজে আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন কীভাবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা যায়। শরীরচর্চা বিষয়ের শিক্ষক খাইরুল ইসলাম বলেন,“সাবিহা সুলতানা ম্যাডাম অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেন না। তার কাছে কলেজটি পরিবারের মতো, কিন্তু স্বজনপ্রীতি চলবে না।

কলেজের শিক্ষক ড. মোখলেছুর রহমান বলেন, সাবিহা সুলতানা ম্যাডাম পরিচ্ছন্ন মনের মানুষ। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। কলেজের মানোন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন।”সহকারী লাইব্রেরিয়ান সোহেল রানা বলেন, ম্যাডাম দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসমুখী হয়ে উঠেছেন। কলেজে একধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ বলেন, তানোর উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সাবিহা সুলতানার প্রতি আমরা শুভকামনা জানাই।

একই মত প্রকাশ করেছেন মুন্ডমালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, আমি ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়মিত ক্লাস নিতাম, এখনো তা অব্যাহত থাকবে। কলেজের গুণগত মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি কলেজের পুরনো মহিলা হোস্টেলটি সংস্কারের উদ্যোগ নিচ্ছি। আমি নিজেও সেখানে অবস্থান করব যেন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও আস্থা তৈরি হয়। তিনি আরও বলেন,তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই।তানোরের শিক্ষা অঙ্গনে সাবিহা সুলতানার এই দায়িত্ব গ্রহণকে অনেকে এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের প্রত্যাশা— তার নেতৃত্বে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ আবারও হয়ে উঠবে গৌরবের প্রতিষ্ঠান

Aminur / Aminur

শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ

গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল

মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী

দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া

সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামী যুব সমাবেশ

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি

‎আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন