ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১১:২৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন রঙ্গ বেরঙের পোষ্টার প্লেকার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্রোগানে মূখরিত করে পুরো লাকসাম শহর, দুপুর ১টার সময়ই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সভামঞ্চে এসে উপস্থিত হয়, এই সময় নেতা কর্মী সমর্থকেরা জিয়া, খালেদা, ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্রোগান দেয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুর হক মনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। এই সংগঠন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে।”বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।
অপরদিকে দোলা আজিম সমর্থিক বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন রঙ্গ বেরঙের পোষ্টার পে¬কার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্রোগানে মূখরিত করে পুরো লাকসাম শহর, দুপুর ১টার সময়ই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কার্যালয়ে এসে জড়ো হয়। এই সময় নেতা কর্মী সমর্থকেরা জিয়া, খালেদা, ও তারেক রহমান দোলা-আজিম এর নামে বিভিন্ন শ্লোগান দেয়। 
আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির দলীয় মনোনয়ন প্রতাশী সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোযারুল আজিম এর কন্যা সামিরা আজিম দোলা। পৌর বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বিএনপি নেতা হাজী মোঃ ইসমাইল হোসেন, খাজা আহমেদ, নুরুল হক, সেলিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খায়রুজ্জামান সাগর, মনির হোসেন, মোর্শেল আলম, মহিন উদ্দিন, মোঃ খসরু প্রমুখ। আনন্দর‌্যালী লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। 

Aminur / Aminur

কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান

রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের

নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই

সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে

বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা