বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জায়গার মালিক পক্ষকে দখল বুঝিয়ে দিলেন প্রশাসন, সফল অভিযান পরিচালনা করে মালিক পক্ষকে জায়গার দখল বুঝিয়ে দেয়াতে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর বাজারের সামান্য উত্তর পাশে খাদ্যগোদাম সংলগ্ন শফিকের গ্যারেজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকার্য শুরু করার পূর্বে নিয়মানুযায়ী ঢোল পিটিয়ে বাদি-বিবাদীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে উচ্ছেদকার্য অভিযান ও জায়গার মালিকানা সংক্রান্তে অবহিত করা হয়।
জানা গেছে, চাঁদপুরের মোঃ তাজ উদ্দিনের পৈতৃক প্রাপ্ত সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছিল, যার প্রেক্ষিতে ভুক্তভোগী তাজ উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন, উক্ত মামলা ২০২২ সালে আদালতের বিচারক বাদীর পক্ষে রায় দিলেও প্রতিপক্ষের লোকজন আওয়ামী প্রভাব খাটিয়ে জায়গাটি অবৈধ ভাবে দখল করে রাখে। পরবর্তীতে বাদী তাজ উদ্দিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বাঁশখালী, চট্টগ্রামে অপরজারী মামলা নং- ০২/২০২৪ ইং- দায়ের করেন, বিজ্ঞ আদালতের দেয়া উক্ত মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদকার্য শুরু করেন এবং দুপুর ১টা ২০ মিনিটে শান্তিপূর্ণ পরিবেশে এই উচ্ছেদকার্য সমাপ্ত করা হয়। একই সময়ে তপসীলোক্ত ৩.৫০ শতাংশ জমি মামলার বাদী অর্থাৎ জায়গার প্রকৃত মালিক তাজ উদ্দিনকে দখল প্রদান করা হয়। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি যৌথ টিম। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো।
এদিকে আদালতের রায়ের বাস্তবায়নে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিবেশে সফল উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে তফসীলোক্ত জমি দখল ফিরে পেয়ে কৃতজ্ঞতা করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে জমি মালিক পরিবার ও এলাকার শান্তিকামী মহল।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের
নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত
ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই
সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ
শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে
বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা