ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখল ফিরে পেলো মালিক পক্ষ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৪:২

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জায়গার মালিক পক্ষকে দখল বুঝিয়ে দিলেন প্রশাসন, সফল অভিযান পরিচালনা করে মালিক পক্ষকে জায়গার দখল বুঝিয়ে দেয়াতে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর বাজারের সামান্য উত্তর পাশে খাদ্যগোদাম সংলগ্ন শফিকের গ্যারেজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকার্য শুরু করার পূর্বে নিয়মানুযায়ী ঢোল পিটিয়ে বাদি-বিবাদীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে উচ্ছেদকার্য অভিযান ও জায়গার মালিকানা সংক্রান্তে অবহিত করা হয়।

জানা গেছে, চাঁদপুরের মোঃ তাজ উদ্দিনের পৈতৃক প্রাপ্ত সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছিল, যার প্রেক্ষিতে ভুক্তভোগী তাজ উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন, উক্ত মামলা ২০২২ সালে আদালতের বিচারক বাদীর পক্ষে রায় দিলেও প্রতিপক্ষের লোকজন আওয়ামী প্রভাব খাটিয়ে জায়গাটি অবৈধ ভাবে দখল করে রাখে। পরবর্তীতে বাদী তাজ উদ্দিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বাঁশখালী, চট্টগ্রামে অপরজারী মামলা নং- ০২/২০২৪ ইং- দায়ের করেন, বিজ্ঞ আদালতের দেয়া উক্ত মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদকার্য শুরু করেন এবং দুপুর ১টা ২০ মিনিটে শান্তিপূর্ণ পরিবেশে এই উচ্ছেদকার্য সমাপ্ত করা হয়। একই সময়ে তপসীলোক্ত ৩.৫০ শতাংশ জমি মামলার বাদী অর্থাৎ জায়গার প্রকৃত মালিক তাজ উদ্দিনকে দখল প্রদান করা হয়। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি যৌথ টিম। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো।

এদিকে আদালতের রায়ের বাস্তবায়নে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিবেশে সফল উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে তফসীলোক্ত জমি দখল ফিরে পেয়ে কৃতজ্ঞতা করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে জমি মালিক পরিবার ও এলাকার শান্তিকামী মহল।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড

মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন

তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক