ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৪:২২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।  প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
কবি আবদুল হাই শিকদার বলেন, নজরুল বাংলাদেশের জাতীয় কবি। নজরুল নিজেকে নিজেই চিনেছেন। ‘তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরুপে শতবার। জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার।’ ভাস্কর যেদিকে তাকাই সেদিকে আলোকিত হয়ে যায়। নজরুল যেন তেমনি সূর্য। তিনি যেদিকে তাকিয়েছেন সেদিকেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে। কিন্তু নজরুল রবীন্দ্রনাথের মতো এত সৌভাগ্যবান না। রবীন্দ্রনাথকে নিয়ে মেধাবীরা চর্চা করলেও নজরুলকে নিয়ে চর্চা করেছেন হাফ এডুকেটেড মানুষেরা। ফলে নজরুলের প্রকৃত অন্তর্জগত মানুষের সামনে আসেনি। নজরুল ছিলেন বহুমাত্রিক। বাংলা গানের জগতে নজরুলের পদচারণা মাত্র ১১ বছর। কিন্তু তিনি এই ১১ বছর সঙ্গীত জীবনে ১৮টি রাগ নির্মাণ করেছেন যা পৃথিবীতে বিরল ইতিহাস। তাঁর মিশ্ররাগের সংখ্যা প্রায় ৪৯টি এবং তিনি প্রায় ২০০ প্রকার ফ্রিকোয়েন্সি তৈরি করেছেন।
আবদুল হ্ইা শিকদার আরো বলেন, নজরুল ছিলেন সমসাময়িক কবিদের তুলনায় ভিন্ন। তখনকার কবিরা একধারায় কবিতা লিখলেও নজরুল শিশু সাহিত্য, চলচিত্র, মুর্শিদী, শ্যামা সঙ্গীত, হামদ ও নাত রচনা করেছেন। নিজে চলচিত্রে অভিনয় করেছেন এং পরিচালনা করেছেন। নজরুল পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর সংবাদ সূত্রের রচনা হয়েছিল নবযুগের মাধ্যমে। গান্ধীজী যেখানে স্বাধীনতার নাম নিতে ভয় পেতেন নজরুল সেখানে ‘আনন্দময়ীর আগমনে’ প্রথম ভারতের স্বাধীনতা ঘোষণা করেিেছলেন। এসকল বহুমাত্রিক প্রতিভার অধিকারী হওয়ার কারণে নজরুলকে স্বাধীনতার কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন বর্তমান অন্তবর্তী সরকার ২০২৪ সালে। যা এক অনন্য ইতিহাস।
উপাাচর্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ সাহিত্য গবেষণার ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে। পর্যাপ্ত রিসোর্স না থাকলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বিভাগটি সমৃদ্ধ। শিক্ষক- শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার সুযোগ সুবিধা বাড়ানোর  পদক্ষেপ নেওয়া হেেয়ছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. শামীম আহসান বলে, নজরুল আমাদের অনুপ্রেরণা। ঈদুল ফিতর নিয়ে নজরুলের রচনা অনন্তকালের। নজরুলকে আমাদের ধারণ করতে হবে, লালন করতে।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক ও নজরুল গবেষক ড. জিন্নাত রেহানা। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপিস্থত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার

রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল

৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন