রাঙ্গামাটির কৃতি সন্তান হাফেজ আবছার আজহারী মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন “ইত্তিহাদ”-এর সেক্রেটারি নির্বাচিত”
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কৃতি সন্তান, তরুণ আলেম ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র “হাফেজ মুহাম্মাদ আবছার উদ্দীন নাঈমী আজহারী” সম্প্রতি মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন “বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর (ইত্তিহাদ)”এর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
হাফেজ আবছার আজহারী একজন ছাত্রবান্ধব ও মেধাবী ছাত্র হিসেবে বাংলাদেশেী ছাত্রদের মাঝে খুবই জনপ্রিয় ও প্রশংসিত। তিনি আল-আযহার বিশ্ববিদ্যালয়ে” এ প্লাস” ফলাফল অর্জন করেছেন যা তাঁর মেধা, নিষ্ঠা ও একাগ্রতার উজ্জ্বল প্রমাণ।
সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত ইত্তিহাদের বিশাল বার্ষিক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে মেধাবী ছাত্র ও দায়িত্বশীল হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়। এতে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ইত্তিহাদের সভাপতি, উপদেষ্টামন্ডলী, মিশরে অবস্থানরত সকল সিনিয়র ছাত্র, পিএইচডি গবেষকবৃন্দ এবং ১২ টি দেশের প্রতিনিধিরাসহ প্রায় ১ হাজার মানুষের অংশগ্রহণ।
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর (ইত্তিহাদ) দেশের তিনটি প্রধান ধারার ছাত্রসমাজ তথা, সুন্নী, কওমী ও জামাত ধারার ছাত্রদের সমন্বয়ে গঠিত এক ঐক্যবদ্ধ সংগঠন।
এই তিন ধারার ছাত্রদের প্রতিনিধিত্বের দায়িত্ব এখন কাঁধে নিয়েছেন হাফেজ আবছার আজহারী,
যিনি এখন “সকলের সেক্রেটারি” হিসেবে ঐক্য ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তিনি এর আগে (২০২৪-২০২৫ সেশন) ইত্তিহাদের মিডিয়া ও প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে।
তাঁর প্রচেষ্টা ও নেতৃত্বে সংগঠনের গণমাধ্যম কার্যক্রম, তথ্যপ্রকাশ ও যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়। তার যোগ্য নেতৃত্বে সকল ছাত্র মুগ্ধ হয়ে তাকে ৩ হাজার ছাত্রের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান “সেক্রেটারি” হিসেবে মনোনীত করেন।
নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি বলেন
“আমি চেষ্টা করব ইত্তিহাদের ঐক্য, শৃঙ্খলা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শ অক্ষুণ্ন রেখে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে। মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে ইত্তিহাদ হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। সারা বিশ্বের মাঝে আমি ইত্তিহাদের সুনাম ছড়িয়ে দিতে চাই।
রাঙামাটি বায়তুশ শরফ পরিবার ও আলেম সমাজ তাঁর এই বিশাল অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।
তাঁরা বলেন
“মেধাবী ছাত্র হাফেজ আবছার আজহারী আমাদের মাদ্রাসার “স্টুডেন্ট ক্যাবিনেট” ছিলেন এবং সে সব সময় প্রথম স্থানেই ছিল। আমাদের স্নেহের সেই ছাত্র আজ বিশ্ব-বিখ্যাত মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতৃত্বের আসনে আসীন হওয়া শুধু আমাদের জন্য নয়, বরং পুরো রাঙামাটিবাসীর জন্য এক গর্বের বিষয়।
হাফেজ আবছার আজহারীর গর্বিত পিতা রাঙ্গামাটি পুরাতন বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ