ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:১১

সর্বস্ব হারিয়ে বেড়া উপজেলার কৈটলা আউয়াল বাধস্থ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন করছেন একসময়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী ইউনুস আলী (৫৬)। স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়লে ৪ বছর পুর্বে  তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে স্ত্রী নাজনীন নাহার লিপি (৩৭)। এমনকি যাওয়ার সময় সাথে নিয়ে গেছে ইউনুস আলীর ঔরসজাত ৪ সন্তান (দুই ছেলে দুই মেয়ে) কে। নিজের চিকিৎসা ব্যয় মেটাতে বাড়ী - ঘর ও দোকান বিক্রয় করে অসহায় মানবেতর জীবনযাপন করেছেন অসুস্থ (প্যারালাইসিস) ইউনুস আলী। পানি উন্নয়ন বোর্ডের যাত্রী ছাউনিতে থাকার জায়গা হলেও অসুস্থতা জনিত কারণে কাজ করার সক্ষমতা না থাকায় খাবারের জন্য চেয়ে থাকতে হয় আশপাশের মানুষের দিকে। অসহায় ইউনুস আলী বলেন, একসময় বিজয়নগর - ব্যাঙ্গালিয়ায় আমার বাড়ি ছিল, কৈটলা স্লুইসগেট বাজারে ফাতেমা ভ্যারাইটিজ নামে মুদিখানার জমজমাট ব্যবসা ছিল। স্ত্রী ও সন্তানদের নিয়ে ছিল সাজানো সংসার। বছর পাঁচেক আগে হঠাৎ স্ট্রোক করে বিছানায় পড়ে যাই। অসুস্থ অবস্থায় আমাকে ডিভোর্স দিয়ে সন্তানদের নিয়ে চলে যায় আমার স্ত্রী। নিজের চিকিৎসার প্রয়োজনে বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে এখন আমি নি:স্ব অবস্থায় সরকারি যাত্রী ছাউনিতে বসবাস করি। 

কৈটলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের ছেলে আরাফাত বলেন, দীর্ঘদিন যাবৎ যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন করছেন ইউনুস আলী। সরকারি কোন সহায়তা অথবা বৃদ্ধাশ্রমের মত কোন স্থানে তাকে স্থানান্তর করা গেলে নিশ্চিত হওয়া যেত।

কৈটলা ইউনিয়নের সাবেক মেম্বার শামীম হোসেন বলেন, পরিবার, আত্মীয়স্বজন ও থাকার জায়গা না থাকায় ইউনুস আলী আউয়াল বাধ যাত্রী ছাউনিতে বসবাস করে। আমরা এলাকাবাসী সাধ্যমত তাকে খাবার দিয়ে থাকি। তবে সরকার থেকে কোনরকম সহায়তা তিনি পান না। এসময় অসহায় ইউনুস আলীর পাশে দাড়াতে বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিবর্গ বলেন, ইউনুস আলীর বর্তমান অবস্থা সমাজ ব্যবস্থার নির্মমতার উদাহরণ। স্ত্রী সন্তান ছেড়ে যাওয়ায় তিনি এখন অসহায় জীবন যাপন করছেন। তিনি এখনো অসুস্থ। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ স্থানীয় বিত্তবানদের অসুস্থ ইউনুস আলীর চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ জানান তারা। 

এ বিষয়ে বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুত্তালিব সরকার বলেন,আপনাদের নিকট থেকে বিষয় টা জানতে পারলাম।  আমি নিজে তাকে দেখতে যাবো ও উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সহযোগিতা প্রদান করবো এবং আমি স্বশরীরে সেখানে যাবো।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত