ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:১১

সর্বস্ব হারিয়ে বেড়া উপজেলার কৈটলা আউয়াল বাধস্থ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন করছেন একসময়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী ইউনুস আলী (৫৬)। স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়লে ৪ বছর পুর্বে  তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে স্ত্রী নাজনীন নাহার লিপি (৩৭)। এমনকি যাওয়ার সময় সাথে নিয়ে গেছে ইউনুস আলীর ঔরসজাত ৪ সন্তান (দুই ছেলে দুই মেয়ে) কে। নিজের চিকিৎসা ব্যয় মেটাতে বাড়ী - ঘর ও দোকান বিক্রয় করে অসহায় মানবেতর জীবনযাপন করেছেন অসুস্থ (প্যারালাইসিস) ইউনুস আলী। পানি উন্নয়ন বোর্ডের যাত্রী ছাউনিতে থাকার জায়গা হলেও অসুস্থতা জনিত কারণে কাজ করার সক্ষমতা না থাকায় খাবারের জন্য চেয়ে থাকতে হয় আশপাশের মানুষের দিকে। অসহায় ইউনুস আলী বলেন, একসময় বিজয়নগর - ব্যাঙ্গালিয়ায় আমার বাড়ি ছিল, কৈটলা স্লুইসগেট বাজারে ফাতেমা ভ্যারাইটিজ নামে মুদিখানার জমজমাট ব্যবসা ছিল। স্ত্রী ও সন্তানদের নিয়ে ছিল সাজানো সংসার। বছর পাঁচেক আগে হঠাৎ স্ট্রোক করে বিছানায় পড়ে যাই। অসুস্থ অবস্থায় আমাকে ডিভোর্স দিয়ে সন্তানদের নিয়ে চলে যায় আমার স্ত্রী। নিজের চিকিৎসার প্রয়োজনে বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে এখন আমি নি:স্ব অবস্থায় সরকারি যাত্রী ছাউনিতে বসবাস করি। 

কৈটলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের ছেলে আরাফাত বলেন, দীর্ঘদিন যাবৎ যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন করছেন ইউনুস আলী। সরকারি কোন সহায়তা অথবা বৃদ্ধাশ্রমের মত কোন স্থানে তাকে স্থানান্তর করা গেলে নিশ্চিত হওয়া যেত।

কৈটলা ইউনিয়নের সাবেক মেম্বার শামীম হোসেন বলেন, পরিবার, আত্মীয়স্বজন ও থাকার জায়গা না থাকায় ইউনুস আলী আউয়াল বাধ যাত্রী ছাউনিতে বসবাস করে। আমরা এলাকাবাসী সাধ্যমত তাকে খাবার দিয়ে থাকি। তবে সরকার থেকে কোনরকম সহায়তা তিনি পান না। এসময় অসহায় ইউনুস আলীর পাশে দাড়াতে বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিবর্গ বলেন, ইউনুস আলীর বর্তমান অবস্থা সমাজ ব্যবস্থার নির্মমতার উদাহরণ। স্ত্রী সন্তান ছেড়ে যাওয়ায় তিনি এখন অসহায় জীবন যাপন করছেন। তিনি এখনো অসুস্থ। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ স্থানীয় বিত্তবানদের অসুস্থ ইউনুস আলীর চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ জানান তারা। 

এ বিষয়ে বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুত্তালিব সরকার বলেন,আপনাদের নিকট থেকে বিষয় টা জানতে পারলাম।  আমি নিজে তাকে দেখতে যাবো ও উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সহযোগিতা প্রদান করবো এবং আমি স্বশরীরে সেখানে যাবো।

এমএসএম / এমএসএম

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত