ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:১১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে গত সপ্তাহজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশিক্ষণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

২৭ ও ২৮ অক্টোবর দুই দিনব্যাপী কর্মকর্তাদের জন্য “ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। একই দিনে উপাচার্যের সভাপতিত্বে অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

এছাড়া ২৮ অক্টোবর আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিনামূল্যে কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

২৯ অক্টোবর বুধবার ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় “ফুড ফেস্ট ২.০”। একই দিনে লোন প্রদানে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয় এবং অগ্রণী ব্যাংকের নতুন ভাড়া কার্যকরের বিষয়ে ব্যাংকটির মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক করেন উপাচার্য মহোদয়। এছাড়া অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার ও ফার্নিচার ক্রয়ের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয় এবং ছাত্রী হল এলাকায় হ্যালোজেন লাইট লাগানোর ব্যবস্থা করা হয়।

৩০ অক্টোবর বৃহস্পতিবার বিজয় দিবস, শেখ রেহানা ও শেখ রাসেল হলে নতুন সাতজন সহকারী প্রভোস্ট নিয়োগ দেয়া হয়। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের দ্রুত বৃত্তি প্রদানের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে শেখ রাসেল হলে মুদি দোকান চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় এবং সকল হলের ওয়াশরুম ও সংলগ্ন রুম সংস্কারের জন্য বাজেট অনুমোদন দেয়া হয়।

গোবিপ্রবির জনসংযোগ দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত