আসনের বিভিন্ন অলিগলিতে দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন নির্বাচনির প্রচারণায় শোভা পাচ্ছে
 
                                    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই জামায়াতপ্রার্থী কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিংসহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এদিকে বিএনপির একাধিক প্রার্থী নিজেদের প্রার্থীতা টিকিয়ে রাখার জন্য নির্বাচনি মাঠে নেমেছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনি উচ্ছ্বাস ভাড়ছে। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ।
মৌলভীবাজার-১ আসনের বড়লেখা উপজেলায় ১০ টি ইউনিয়ন ১ টি পৌরসভা এবং জুডী উপজেলায় ৬ টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯শ ৩৮ জন। উপজেলা নির্বাচন অফিসের খসড়া তথ্যানুযায়ী বড়লেখা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৬শ ৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৯৫ জন, নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৫ শ ৭৩ জন। জুড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২শ ৭০ জন।
আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক প্রার্থী গণসংযোগ করতে দেখা গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর ঘোষনা করা হয়নি। গত ২৭ অক্টোবর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাজধানী দলিয় কার্যালয়ে ভার্চুয়াল মিটিং হলেও দেয়া হয়নি কাউকে প্রিনসিগন্যাল। বর্তমানে দলটিতে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনি প্রচার প্রচারণা চালাচ্ছে। ফলে কে হবেন ধানের শীষের কান্ডারী সেটি এখনো পরিষ্কার নয় নেতাকর্মীদের মাঝে। তবে মাঠে রয়েছেন ৩ জন প্রার্থী, তারা সকলেই আশাবাদী দল থেকে মনোনয়ন পাবেন। তারা হলেন- ২০১৮ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলেও বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচন বর্জন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, জেলা বিএনপি সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু এবং লন্ডন চার্টার্ড একাউন্টেন্ট যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম।
এদিকে প্রার্থী চূড়ান্ত করণে-জামায়াত এক বছর আগেই একক প্রার্থী হিসেবে রয়েছেন জেলা জামায়াতের শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। মাওলানা আমিনুল ইসলামকে কেন্দ্র থেকে ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে দলটি। এর ফলে অনেক আগে থেকেই প্রার্থী নিয়ে পুরো নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নেতা কর্মীরা। ইতি মধ্যেই এই আসনের বিভিন্ন অলি-গলিতে দাঁড়িপাল্লার বিলবোর্ড-ফেস্টুন লাগিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী।
তাছাড়া বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড, পাড়া মহল্লায়, হাট-বাজারে, বিভিন্ন সম্প্রদায়ের সাথে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন ভাবে জনসভা, পথসভা, পেশা ভিত্তিক মতবিনিময় সভাসহ দাঁড়িপাল্লার লিফলেট নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে প্রার্থী সহ দলীয় নেতা-কর্মীরা। জনসংযোগের ক্ষেত্রে সব দলের চেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের কর্মীরাও আলাদা আলাদা ভাবে নিজেদের প্রার্থীর পক্ষে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের সময় জামায়াতের উপর হামলা মামলা নির্যাতনের ফলে সাধারন ভোটারদের সহানুভতী বেড়েছে। এসব দিক বিবেচনা করে সাধারন ভোটার বলছেন তাদের একক প্রার্থী থাকায় বেশ সুবিধাজনক একটা শক্ত অবস্থানে রয়েছে জামায়াত। বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন বলেন, এ আসনে আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীকে নির্বাচিত করলে দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক উপজেলা গড়তে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি জন্য প্রশিক্ষনের ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ গড়তে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতি চর্চা সহ কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের জন্য কৃষি পন্য সংরক্ষণের জন্য আধুনিকরণ সহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়ন করা হবে।
অপর দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে নেতা- কর্মাদের নিয়ে গ্রাম-গঞ্জে, হাট-বাজারে মিছিল মিটিং, সভা, সমাবেশ, উঠান বৈঠক গণসংযোগসহ ৩১ দফার লিফলেট বিতরন করে যাচ্ছেন। বিএনপি থেকে প্রিনসিগন্যাল না পেলেও নির্বাচনি প্রচারণায় শরীফুল হক সাজু এগিয়ে।
এছাড়া একই আসনে ধানের শীষের মনোনয়ন পেতে নেতা কর্মীদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু গণসংযোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তোলে ধরছেন। দৌড়ঝাঁপ দিচ্ছেন বিভিন্ন হাট-বাজারে, গ্রাম-গঞ্জেও।
এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশীর গুঞ্জন শুনা যাচ্ছে লন্ডন চার্টার্ড একাউন্টেন্ট যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম দেশে এসে ভোটারদের ধারে ধারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন মহলের সাথে দলিয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা সহ বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালিয়ে চাচ্ছেন।
একাধিক প্রার্থীর বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নছিব আলী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে কাজ করে যাচ্ছেন। এই আসনে যিনি ধানের শীষে মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করবো এবং আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা দেয়া হয়েছে তা বাস্তবায়ন হবে।
এছাড়াও এই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আহমদ রিয়াজ উদ্দিন, এই আসনের বিএনপির সাবেক এমপি মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুর নুর তালুকদার, এনসিপির মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, খেলাফত মজলিশ কাতার কমিটির উপদেষ্টা মুলভী লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের ইয়াহিয়া, জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা সহ বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত হচ্ছেন।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                