ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাণীনগরে রক্তদহ বিলে নিমান হচ্ছে দৃষ্টিনন্দন টাওয়ার ওঝলন্ত ব্রিজ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:২

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন এলাকা ও পাখি পল্লী রক্তদহ বিলের প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতান ও সবুজ পরিবেশ ঘিরে গড়ে উঠছে নতুন সম্ভাবনার এই পর্যটন কেন্দ্র। ইতিমধ্যই দেশ ও বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে পাখি পল্লীখ্যাত এই পর্যটন এলাকা।
 বর্ষা মৌসুমে রক্তদহ বিলের জলকেলির মনোরম দৃশ্য ও পাখির কলকাকলী পর্যটকদের কাছে একটি আকর্ষনীয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।  অন্যান্য দিনের চাইতে ছুটির দিনে এই পর্যটন এলাকায় হাজার হাজার পর্যটকদের আগমন ঘটছে। পর্যটন এলাকাকে আরো আধুনিকায়ন করে কিভাবে পর্যটকবান্ধব করা যায় সেই পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিজস্ব উদ্যোগে উপজেলা প্রশাসন রক্তদহ বিলের সংযোগখাল রতনডারার উপর নির্মাণ করতে যাচ্ছে একটি আকর্ষনীয় ঝুলন্ত ব্রিজ। এছাড়া পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুরো রক্তদহ বিলের মনোরম দৃশ্য, হরেক রকমের পাখি ও পুরো পর্যটন এলাকাকে এক পলকে দেখার জন্য পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসক। শীত মৌসুমে এই বিলে আসা হরেক রকমের পাখি দেখতে একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের কোন বিকল্প নেই বলে মনে করছেন পর্যটকরা। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে বিলের তীরে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের কোন বিকল্প নেই। দর্শনার্থীদের জন্য নির্মিত একটি আধুনিক পর্যবেক্ষণ টাওয়ার এই এলাকায় নতুন মাত্রা যোগ করবে। তাই পর্যবেক্ষণ টাওয়ার নির্মিত হলে দেশি-বিদেশি পর্যটকরা বিলের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন রক্তদহ বিল শুধু একটি জলাশয় নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশের অমূল্য সম্পদ। পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হলে পর্যটক ও বিভিন্ন পর্যায়ের গবেষকদের জন্য পর্যটন এলাকাটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। ইতিমধ্যেই পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন জেলা প্রশাসক স্যার। আশা করা যাচ্ছে দ্রুতই  দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল বলেন জেলার সকল পর্যটন এলাকাকে পর্যটকবান্ধব হিসেবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ইতিমধ্যেই রক্তদহ বিল পর্যটন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা অব্যাহত রয়েছে। নতুন সংযোজন হিসেবে পাখি পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে ও আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এছাড়া এই পর্যটন এলাকাকে আরো পর্যটকবান্ধব করার জন্য পর্যায়ক্রমে পর্যটক সেবা কেন্দ্র, বিশ্রামাগার ও সৌন্দর্য বর্ধনমূলক অন্যান্য প্রকল্পও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০