সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
" সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়" এই পতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় বিভাগ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ নভেম্বর২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগার হল রুলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত এর সভাপতিত্বে এবং জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মাসুদ আহমদের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান, শ্রী গীতা পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয় সুনামগঞ্জ সদরের সহকাকারী পরিদর্শক জিতেন্দ্র সূএধর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। এছাড়ও আরও বক্তব্য রাখেন সাংবাদিক তাজুল ইসলাম তারেক, জানিগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্য মোঃ ফারুক মিয়া, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ শাহীন আহমদ খোকন, ইকবাল নগর মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান, জালালপুর পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোছাঃ রওশন আরা বেগম, সুনামগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ আলী প্রমূখ।
বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ গ্রহন করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন উন্নয়নে সুনামগঞ্জ জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভূমিকা পালন করছে। মৎসজীবী সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎসজীবী সদস্যদের ব্যপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে।
সমবায় সমিতির মাধ্যমে জেলা উপজেলা ইজারা বন্দোবস্ত গ্রহন করে সমিতির সদস্যদের মাঝে আর্থ সামাজিক উন্নয়নসহ একই সাথে বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বর্তমানে আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণের পর পার্শ্ববর্তী জেলা সিলেট শহরে, ঢাকায় এবং দেশের বাহিরে মৎস রপ্তানি করা হয়। গত ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন দেশীয় মাছ উৎপাদন ও বিপণন করা হয়েছে। এছাড়াও মহিলা সমবায় সমিতি গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে সমিতির সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সকল সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে সর্বদায় কাজ করার জন্য সকল সমবায় সমিতির সদস্যদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে সকল সমবায় সমিতির সদস্যরা তাদের জীবন মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার
ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন
আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম
আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ