ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

হত্যা মামলার প্রধান ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেন দক্ষিণ জেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ১:৪৩

কর্ণফুলীর জাফর আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত সমন্বয় কমিটির ২নং যুগ্ম সমন্বয়কারী সেই আলোচিত ইমরান হোসেন বাবলু। ক্ষোভ জাড়লেন কর্ণফুলীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় এনসিপি'র নেতা-কর্মী'রা।

গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী এলাকা থেকে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ  ইমরানকে গ্রেপ্তার করে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এতে প্রশ্ন উঠেছে— এতগুলো গুরুতর অভিযোগের আসামি কীভাবে এত দ্রুত জামিন পেলেন?

খুঁজ নিয়ে জানা গেছে, শুধু একবার নয় এর আগেও বিভিন্ন মামলায় একাধিক গ্রেপ্তার হয়েছিল ইমরান হোসেন বাবলু নামের এই যুবক।

একটি হত্যা মামলায় এজাহারভূক্ত প্রধান আসামি এবং কয়েক'টি চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়েও দক্ষিণ জেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারীর মতো গুরুত্বপূর্ণ পদে আসাই এনিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা ঝড়।

হতাশা আর ক্ষোভ প্রকাশ করে নিহত জাফর আহমদের বড় ছেলে মো: আবছার দৈনিক পূর্বদেশ'কে জানান, ২০১৭ সালের ২৪ আগষ্ট সেদিন আমি টিউশনিতে থাকা অবস্থায় শুনতে পাই ইমরান হোসেন বাবলু,তার মা সহ তার ভাইয়েরা মিলে আমার আমার বাবা'র জাফর আহমদের উপর হামলা চালায় পড়ে স্থানীয় লোকজনের সাহায্যে আমার বাবা'কে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। বাবা'র মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ইমরান হোসেন বাবলু এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ সেদিন ইমরানের দুই ভাই'কে আটক করেছিলেন। এর পর থেকে ইমরান দীর্ঘদিন পলাতক ছিলেন এখন দেখতেছি সে নাকি এনসিপি'র নেতা।

গতকাল দক্ষিণ জেলা এনসিপি'র কমিটি'তে ইমরানের নাম দেখে খুবই খারাপ লাগলো। এনসিপি'র সিনিয়র নেতাদের দৃষ্টিগোচরে একটা কথা বলব - একজন হত্যা মামলার প্রধান আসামি, আমার জানা মতে ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে সে রকম একটা জঘন্য ব্যক্তি'কে আপনারা কিভাবে দক্ষিণ জেলা এনসিপি'র গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিয়েছেন? 

৩১ অক্টোবর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ'র যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি'র সমন্বয় কমিটি অনুমোদনের তালিকা প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তেই সমালোচনার ঝড় তুলেন নেটিজেন'রা।

তবে প্রশ্ন জাগে কে এই ইমরান হোসেন বাবু.?
অনুসন্ধানে জানা যায়, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে ইমরান একসময় কেয়ারটেকারের কাজ করতেন। পরবর্তীতে সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমের ঘনিষ্ঠতা অর্জনের পর তৎকালীন আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে মানুষের সাথে প্রতারণা'সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন ইমরান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট চরলক্ষ্যা ফকির মসজিদের সামনে জাফর আহমদ হত্যা মামলার প্রধান আসামি ইমরান। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ইমরান হোসেন বাবলু'কে প্রধান আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৭। গত বছরের ২৩ ডিসেম্বর কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ইমরান ও তার মা সাজেদা বেগম সাজুকে গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়া তার বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলা রয়েছে। ৬০ লাখ টাকার চেক প্রতারণা মামলা: মো. ফৌজুল মুনিন চৌধুরী বাদী (সি.আর নং ১৮৮১০/২০২০),৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলা: বিচারাধীন ১ম যুগ্ম দায়রা আদালতে (সি.আর নং ১৮১১/২০২০),৭০ লাখ টাকার চেক প্রতারণা মামলা: এ মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত (দায়রা মামলা নং ২৪৬৬/২০২৩, সি.আর নং ১৮০৯/২০২০)।

এবিষয়ে জানতে চাইলে নবগঠিত দক্ষিণ জেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন বাবলু জানান, স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ নেতারা ভূমি বিষয়ে বিরোধের জেরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা মামলায় আমাদের'কে আসামী করেছে। চেক প্রতারণার মামলাও ষড়যন্ত্রমূলক। প্রতিপক্ষ যারা আমার বিরুদ্ধে মামলা করেছে আমিও তার বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। আমি নির্দোষ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক জানান,গতকাল দক্ষিণ জেলার কমিটির অনুমোদন হওয়ার পর থেকে ইমরানের বিষয়ে আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। কমিটির বিষয়ে চট্টগ্রামের দায়িত্বশীল'রাই আপনাকে ভাল বলতে পারবে,তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে এনসিপি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন জানান, কমিটির অনুমোদন হওয়ার আগ পর্যন্ত এসব বিষয়ে আমরা জানতাম না।তবে গতকাল কমিটির অনুমোদনের পর থেকে ইমরানের বিষয়ে নানা অভিযোগের কথা শুনতে পাচ্ছি। ইমরানের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো নিয়ে আমরা তদন্ত করছি,যদি অভিযোগের সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করব। এবিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ