ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বড়লেখায় নিসচা'র সভাপতি “রোড ফাইটার” উপাধিতে ভূষিত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:২২

সড়কের শৃঙ্খলা রক্ষা, প্রশাসনসহ সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে "রোড ফাইটার" উপাধিতে ভূষিত করেছে।

এই সম্মাননায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনও মনোনীত হয়েছেন।

এছাড়াও সারাদেশে নিসচা’র ১২০টি শাখার মধ্যে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে নিসচা বড়লেখা উপজেলা শাখা স্থান পেয়েছে, যা বড়লেখার জন্য গৌরবের বিষয়।

এ বিষয় অনুভূতি প্রকাশ করে তাহমীদ ইশাদ রিপন বলেন, এই অর্জন শুধু আমার নয় এটি বড়লেখা নিসচা পরিবারের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় বড়লেখা উপজেলা শাখা এই মর্যাদা অর্জন করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে "রোড ফাইটার" উপাধিতে ভূষিত করায় নিসচা পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ জানাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় মহোদয়, ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এসময় তিনি “রোড ফাইটার” উপাধিপ্রাপ্ত তাহমীদ ইশাদ রিপনসহ আরও ৮ জন এবং সেরা ৩০টি শাখার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা'র প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ। সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া, ব্রাকের রোড সেইফটি বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন

চুয়াডাঙ্গায় বিএনপির মনোনয়ন পেলেন শরীফ-বাবু