ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামনখালী বাজারে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নেতা মাসুদ জোয়ার্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে আসাদ চৌধুরীর ৮জন এবং মাসুদ জোয়ার্দারের পক্ষের ৭জনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্ল্যা, বিসারত জোয়ার্দার, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদ সহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমন খালি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তা নিয়ে সোমবার সকালে কলামনখালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
জেলা বিএনপির সহসভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদ চৌধুরী বলেন, ‘মাসুদের লোকজন আমাদের একজন সমর্থক আমিরুলকে কিছু দিন আগে মেরে পা ভেঙে দেয়। পরে তারা বাজার দখল করে রাখে। আজ সকালে এসে বাজারের দোকানপাট সব বন্ধ করে দেয়। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।’
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের থানা কমিটির যুগ্ন আহ্বায়ক মাসুদ জোয়ার্দার বলেন, ‘বাজার দখল বা দোকানপাট বন্ধের কোনো ঘটনা ঘটেনি। তারা আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ তিনি বলেন, ‘আমিরুলকে আমরা মারধর করিনি। আমিরুলের জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে তার পরিবারের লোকজনরা তাকে মারধর করে।’
সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।
হাসপাতালে ভর্তি বিসারত জোয়ার্দার জানান, মাসুদ গ্রুপের লোকজন গ্রামের উত্তরপাড়ার আসাদ গ্রুপের কয়েকজনকে বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া আমিরুল নামের এক ব্যক্তিকে মেরে পা ভেঙে দেয়। এ নিয়ে মীমাংসা করার কথা বললেও নেতারা কারো কথা শোনে না। এরই জের ধরে বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়।
জেলা বিএনপি সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী বলেন, ‘মাসুদের লোকজন আমাদের এক সমর্থক আমিরুলকে কিছুদিন আগে মেরে পা ভেঙে দেয়। পরে তারা বাজার দখল করে রাখে। সোমবার সকালে এসে বাজারের সব দোকান বন্ধ করে দেয়। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।’
ঝিনাইদহ সদর উপজেলার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ বলেন, ‘বাজার দখল বা দোকানপাট বন্ধের কোন ঘটনা ঘটেনি। তারা আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমিরুলকে আমরা মারধর করিনি আমিরুলের পারিবারিক দ্বন্দ্বের কারণে তার পরিবারের লোকজনরা তার ওপর আঘাত করে।’
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ জানান, সামাজিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। রাজনৈতিক বিষয় নয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনা এখনো কেউ থানাই লিখিত অভিযোগ দেয়নি।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা
সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা