ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:১১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুল জামান জুয়েলের বিরুদ্ধে কমিটির পদ বাণিজ্যের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়, যেখানে শ্রমিক দলের কমিটিতে পদ দেয়ার বিনিময়ে টাকা লেনদেন এবং পরবর্তীতে সুদসহ টাকা ফেরত চাওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

অভিযোগ উঠেছে, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. বদরুল জামান জুয়েল বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে কমিটিতে পদ দেয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংসহ নানা মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। পরবর্তীতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় ক্ষুব্ধ এক কর্মী  টাকা ফেরত চান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল করেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে, সেখানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. বদরুল জামান জুয়েল ও ছোটবাইশদিয়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদারের মধ্যে টাকার হিসাব-নিকাশ ও সুদসহ ফেরত চাওয়ার প্রসঙ্গ শোনা যায়।

অডিওতে বদরুল জামান জুয়েলকে বলতে শোনা যায়, 'আমিতো পারি নাই, এখন কী করব, আপনার জিনিস (টাকা) রাইখা লাভ আছে?' উত্তরে জুয়েল হাওলাদার বলেন, 'আমার টাকা দুই বছর কেন রাখছেন? আপনি এখন কত টাকা ফেরত দিছেন?' তখন বদরুল বলেন, 'আমি ১০ হাজার টাকা দিছি।' জুয়েল হাওলাদার ক্ষুব্ধ স্বরে বলেন, 'চালিতাবুনিয়া থেকে যে টাকা দিছি, সে টাকাও লাভসহ  ফেরত দিতে হবে। দুই বছরের লাভ দিতে হবে। ' উত্তরে বদরুল জামান বলেন, 'সে টাকাও কি চান? সুদাসলে কত চান বলেন, আমি এখনি দিয়ে দিব, বলেন।'
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে বদরুল জামান জুয়েল একাধিক নেতাকর্মীর কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়েছিলেন। 

কিন্তু গত ২৮ অক্টোবর ছোটবাইশদিয়া ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট শ্রমিক দলের 
ঘোষিত কমিটিতে তাঁদের কাউকেই কাঙ্ক্ষিত পদে রাখা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা টাকা ফেরত দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। প্রথমে টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরে আর কোনো যোগাযোগ করেননি বদরুল জামান জুয়েল।
কাঙ্ক্ষিত পদ না পাওয়া ছোটবাইশদিয়া ইউনিয়নের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার বলেন , উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. বদরুল জামান জুয়েল হাওলাদার প্রায় দুই বছর আগে কমিটিতে পদ দেওয়ার প্রলোভনে তার কাছ থেকে ২০ হাজার টাকা এবং চালিতাবুনিয়া ইউনিয়ন কমিটিতে পদ দেয়ার জন্য তার সহযোগীদের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা নেন। এছাড়া বহু নেতাকর্মীর কাছ থেকেও টাকা নিয়েছেন পদ দেওয়ার আশ্বাসে। 

ছোটবাইশদিয়া ইউনিয়ন কমিটিতে সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আশ্বাস দিয়ে কোড়ালিয়া গ্রামের মাসুদ হাওলাদারের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুদ হাওলাদারের অভিযোগ, তার কাছ থেকে পদ দেওয়ার কথা বলে ৪৭ হাজার টাকা নিয়েছেন। কিন্তু নতুন কমিটিতে মাসুদকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। 

ওই ইউনিয়নের সভাপতির পদ দেয়াসহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদের কাছ থেকে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন শাকিল নিজেই। 
এছাড়া নয়াভাঙ্গুণী গ্রামের রিয়াদ আনসারির কাছ থেকে ৫ হাজার এবং তিল্লা গ্রামের কাওসার আকনের কাছ থেকেও ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ তোলেন।

অভিযোগকারীরা জানিয়েছেন, বিষয়টি লিখিতভাবে শ্রমিক দলের পটুয়াখালী জেলা সভাপতি বরাবর পাঠানো হয়েছে। তাদের দাবি-বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তির  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুল জামান জুয়েল ফেসবুক পোস্ট করে বলেন, সম্প্রতি  আমাকে জড়িয়ে 'দলীয় পদ বিক্রি' ও 'লেনদেন সংক্রান্ত অডিও' নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ও পোস্ট প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক সম্মানহানি ঘটানোর অপচেষ্টা করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি কখনোই দলীয় পদ দেয়ার নামে কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করিনি কিংবা কোনো প্রকার অনৈতিক লেনদেনে জড়িত নই। সামাজিক মাধ্যমে প্রচারিত কথিত অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ও বিকৃত ক্লিপ, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটি আমার ও আমার সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানোর একটি ঘৃণিত প্রয়াস। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের ঐক্য নষ্ট ও আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই