সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিভিন্নজনের কবর জেয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
প্রথমে তিনি নগরীর শহরে কুতুব শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।
পরে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বয়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করেছি তার প্রতিদান স্বরুপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'ধানের শীষ'কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসাবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে 'ধানের শীষ'কে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। মীর হেলাল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।
ব্যারিস্টার হেলাল তাঁকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থক সহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।
পরে তিনি সেখান থেকে সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জেয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়ীতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এদিকে এর আগে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্রগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম -৫ হাটহাজারী বায়েজিদ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানায়।
এসময় বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন,পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার।
উপস্থিত ছিলেন, ট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন,বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান,আইয়ুব খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত