উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সাথে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির প্রক্টরিয়াল টিমের সাথে এক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত বুধবার, ৫ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ২টা ৪৫ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং একটি শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ উদ্যোগ ও কর্মকৌশল নির্ধারণ করা। বিশেষ করে পাশাপাশি ক্যাম্পাস থাকায় পারষ্পরিক সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশ যেন বজায় থাকে সেটি নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা, এবং একটি ইতিবাচক ও একাডেমিকভাবে সহায়ক পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন।এসময় দুটি টিম ক্যাম্পাস মনিটরিং সিস্টেম, শিক্ষার্থী সম্পৃক্তকরণ পদ্ধতি এবং প্রো-অ্যাকটিভ ডিসিপ্লিনারি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলোর সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. এস. এম. শাহাবুদ্দিন বলেন,”বিইউএফটি ও উত্তরা ইউনিভার্সিটি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতেই আমরা প্রক্টরিয়াল টিম আজকের বৈঠক । শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে মাইন্ড ওভার মাসল বিষয়ক যৌথ কর্মশালা আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের ।”বিইউএফটির প্রক্টর ড. এস. এম. আখতারুজ্জামান বলেন, “উত্তরা বিশ্ববিদ্যালয় ও বিইউএফটির এই অংশীদারিত্ব স্থায়ীভাবে টিকে থাকবে—এটি আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন, এবং একাডেমিক উৎকর্ষতার প্রতীক। এই সহযোগিতা ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক বিকাশ ও অগ্রগতির পথ সুগম করবে।”
বৈঠকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র “Excellence in Higher Education and Research”-এর প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ একাডেমিক পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে একমত হন। বিইউএফটির প্রক্টরিয়াল টিম উত্তরা বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকটি পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
‘সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে বিএনপিঃ ডা. হারুন আল রশীদ
স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে
নাক, কান, গলা ইন্সটিটিউটে 'হেড নেক ক্যান্সার কংগ্রেস' শুরু,
পরিবর্তন হচ্ছে বেবিচক আইন : সব ক্ষমতা যাচ্ছে মন্ত্রণালয়ের হাতে
উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ