ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বহু অপকর্মের হোতা মতিন পুলিশের হাতে গ্রেফতার


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:১২

মুক্তিযোদ্ধা কে পিটিয়ে গুরুত্ব আহত এবং অবৈধভাবে তার বসত বাড়ি জায়গা জোর পূর্বক দখল করে বাড়ি থেকে উচ্ছেদ করা, নদীতে মাছ ধরা জেলেদের কাজ থেকে মাছ নেওয়া, এলাকায় আধিপত্য বিস্তার সহ বহু অপকর্মের হোতা আওয়ামী লীগ নেতা মতিন পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মুখ খুলতে শুরু করেছে এলাকা সাধারণ মানুষ। 

গ্রেপ্তারকৃত নেতার নাম মতিন মোল্যা (৩৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে। মতিন মোল্যা টগরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ১৩ নভেম্বর ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন কে গ্রেপ্তার করে থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার—যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণার গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণা। এই ১৩ তারিখে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার “মতিন মোল্যা” নামের একটি ফেসবুক আইডি থেকে লেখেন, “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।” ওই পোস্টের ছবিতে মতিন মোল্যা সহ আরও ১৬ জন ব্যক্তির ছবি ছিল। পোস্টটি ছড়িয়ে পড়ার একদিন পরই শুক্রবার দিবাগত গভীররাতে মতিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন, আমরা ভয়ে মুখ খুলতে পারি নাই, এই গ্রামেই একজন বীর মুক্তিযোদ্ধা বসত বাড়ি জোর পূর্বক দখল করেছে এবং তার পরিবারকে মারধর করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে মতিন ও তার সাঙ্গু বাহিনী। তারা প্রশাসন কে সে ভয় পায় না, এখনও ঐ পরিবার সহ এলাকার অনেক মানুষ আতংকে রয়েছে।
আলফাডাঙ্গা থানা সূত্র জানায়, মতিন মোল্যাকে গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এতে আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলাতেই তাকে আটক দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন মোল্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” তিনি জানান, উস্কানিমূলক পোস্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে স্টুডিও টেলিকম ও ফটোকপি ব্যবসায়ীদের মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় টানা সহিংসতা: বোমা হামলা ও পুকুরে বিষ প্রয়োগে উত্তেজনা