ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সততার ডাক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ৩:২০
সততার ডাক
কবি গোলাম মতিন রুমি
 
মিথ্যার সমান নাহি কোনো পাপ
মিথ্যা জীবনের আনে অভিশাপ
মিথ্যা ধ্বংসের মূল,
মিথ্যার ঠাই নিয়া তোরা আর
করে যাবি কত ভুল?
মিথ্যা অন্যায় জঘন্য অপরাধ
মিথ্যা যে বলে সে নগন্য জাত
ঘৃনিত সেই মিথ্যুক
নিজ স্বার্থ হাছিলে মিথ্যা বলিতে
ভয়ে তার একটুকু কাপে না বুক।
মিথ্যাবাদী কলঙ্কিত ব্যক্তি সমাজের ভাইরাস,
অর্থ সম্পদ কোনো দিয়ে এদের
কেউ করেনাকো বিশ্বাস।
ওই অসত্য নিশ্চিত হবে পরাজিত
সততা শক্তির বলে
সত্যের আঘাতে মিথ্যার প্রাচীর
ভেঙ্গে যাবে রসাতলে ।
সব মিথ্যা অনাচার কর  পরিহার
হে পতিত পুরুষ-নারী
কুলষিত জীবন কর সু

এমএসএম / এমএসএম