দেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো-এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি; যা ইতোমধ্যে ক্রেতাদের মাঝে বিপুল সাড়া তৈরি করেছে। দেশজুড়ে সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ক্রেতারা তাদের ডিভাইসটি কিনে নিতে পারবেন।
রিয়েলমি সি৮৫ প্রো যারা প্রি-বুক করেছিলেন তারা ডিভাইসগুলো তাদের এক্সক্লুসিভ প্রি-অর্ডার গিফট সহ ০৮-১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করার সুযোগ পাবেন। গিফটের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ ও বাংলালিংকের পক্ষ থেকে স্পেশাল ডেটা। ক্রেতারা ইতোমধ্যে তাদের পছন্দের ডিভাইসটি সংগ্রহ করতে স্টোরগুলোতে ভিড় করছেন।
সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট ফোন হিসেবে পরিচিত রিয়েলমি সি৮৫ প্রো ইন্ডাস্ট্রির সেরা প্রোটেকশন, পাওয়ার ও ইন্টেলিজেন্ট পারফরম্যান্স একটি সাশ্রয়ী প্যাকেজের আওতায় নিয়ে এসেছে। আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ এই ডিভাইসটি পানির নিচে ৬০ দিন পর্যন্ত সুরক্ষিত থাকতে সক্ষম। যা বৃষ্টি, পানির ছিটা বা আউটডোর অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে ব্যবহারকারীর মানসিক প্রশান্তি নিশ্চিত করবে। ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লের এই ডিভাইসে ৪০০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে, যা এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল স্মার্টফোন হিসেবে এমনকি প্রখর সূর্যালোকেও আলট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে।
সারাদিন নিরবচ্ছিন্ন কাজ, গেমিং বা এন্টারটেইনমেন্ট নিশ্চিত করতে সি৮৫ প্রো-তে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে এর ১০ ওয়াট রিভার্স চার্জিং ডিভাইসটিকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে এর স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি, এর এআই এডিট জিনি ও এআই আউটডোর মোড ছবি এডিট করাকে আরও সাবলীল ও সিস্টেম অপ্টিমাইজেশনকে আগের চেয়ে স্মার্ট করবে।
ডিভাইসটি প্যারট পার্পল ও পিকক গ্রিনের মতো দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। অত্যন্ত হালকা ও প্রিমিয়াম বিল্ডের এই ডিভাইসটি একইসাথে স্টাইল ও হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
স্টাইল ও সক্ষমতার দারুণ সমন্বয় নিয়ে এসেছে রিয়েলমি সি৮৫ প্রো। হট সেলের এই সময়টি মিস করবেন না! সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট; বহুল প্রতীক্ষিত এই ফোনটি দেখতে আজকেই আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর ঘুরে দেখুন। আরও বিস্তারিত জানতে www.realme.com/bd বা রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ভিজিট করুন।
এমএসএম / এমএসএম
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার জন্য বোর্ড-প্রস্তুত মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শক্তিশালী পাইপলাইন প্রদর্শনের জন্য আইসিএবি এবং আইএফসি উচ্চ-স্তরের গোলটেবিল বৈঠক আয়োজন
যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর
দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু হচ্ছে ১১ ডিসেম্বর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১০তম সভা অনুষ্ঠিত
শোক সংবাদ
ইউনিয়নপে কার্ড ইস্যু সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক পিএলসি
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ ছাদেকুর রহমান
বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা