ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১১-২০২৫ রাত ১০:৪৫

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো-এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি; যা ইতোমধ্যে ক্রেতাদের মাঝে বিপুল সাড়া তৈরি করেছে। দেশজুড়ে সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ক্রেতারা তাদের ডিভাইসটি কিনে নিতে পারবেন। 
রিয়েলমি সি৮৫ প্রো যারা প্রি-বুক করেছিলেন তারা ডিভাইসগুলো তাদের এক্সক্লুসিভ প্রি-অর্ডার গিফট সহ ০৮-১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করার সুযোগ পাবেন। গিফটের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ ও বাংলালিংকের পক্ষ থেকে স্পেশাল ডেটা। ক্রেতারা ইতোমধ্যে তাদের পছন্দের ডিভাইসটি সংগ্রহ করতে স্টোরগুলোতে ভিড় করছেন।
সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট ফোন হিসেবে পরিচিত রিয়েলমি সি৮৫ প্রো ইন্ডাস্ট্রির সেরা প্রোটেকশন, পাওয়ার ও ইন্টেলিজেন্ট পারফরম্যান্স একটি সাশ্রয়ী প্যাকেজের আওতায় নিয়ে এসেছে। আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ এই ডিভাইসটি পানির নিচে ৬০ দিন পর্যন্ত সুরক্ষিত থাকতে সক্ষম। যা বৃষ্টি, পানির ছিটা বা আউটডোর অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে ব্যবহারকারীর মানসিক প্রশান্তি নিশ্চিত করবে। ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লের এই ডিভাইসে ৪০০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে, যা এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল স্মার্টফোন হিসেবে এমনকি প্রখর সূর্যালোকেও আলট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। 
সারাদিন নিরবচ্ছিন্ন কাজ, গেমিং বা এন্টারটেইনমেন্ট নিশ্চিত করতে সি৮৫ প্রো-তে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে এর ১০ ওয়াট রিভার্স চার্জিং ডিভাইসটিকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে এর স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি, এর এআই এডিট জিনি ও এআই আউটডোর মোড ছবি এডিট করাকে আরও সাবলীল ও সিস্টেম অপ্টিমাইজেশনকে আগের চেয়ে স্মার্ট করবে। 
ডিভাইসটি প্যারট পার্পল ও পিকক গ্রিনের মতো দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। অত্যন্ত হালকা ও প্রিমিয়াম বিল্ডের এই ডিভাইসটি একইসাথে স্টাইল ও হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা। 
স্টাইল ও সক্ষমতার দারুণ সমন্বয় নিয়ে এসেছে রিয়েলমি সি৮৫ প্রো। হট সেলের এই সময়টি মিস করবেন না! সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট; বহুল প্রতীক্ষিত এই ফোনটি দেখতে আজকেই আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর ঘুরে দেখুন। আরও বিস্তারিত জানতে www.realme.com/bd বা রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ভিজিট করুন।

এমএসএম / এমএসএম

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত