ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বিশ্ব নিউমোনিয়া দিবস

শিশু হাসপাতাল ও সিএইচআরএফের যৌথ উদ্যোগে বিশেষ সেমিনার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৩:৬

আজ, ১২ই নভেম্বর ২০২৫ ইং, বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিহাই), চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ)-এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। নিউমোনিয়া রোগের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে কর্মসূচি পালিত হয়।

নিউমোনিয়া সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমণের ফলে সৃষ্ট এই প্রতিরোধযোগ্য ব্যাধিতে বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একজন শিশু প্রাণ হারায়। বাংলাদেশেও প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই হাসপাতালের মোট ভর্তি রোগীর প্রায় ২০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু। নিয়মিত টিকা প্রদান, প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে নিউমোনিয়া-জনিত শিশুমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি জনসচেতনতামূলক র‍্যালি ও ফটো প্রদর্শনী ক্যাম্প স্থাপন করা হয়। ফটো প্রদর্শনীতে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত মানুষের বাস্তব জীবনের চিত্র ফুটে ওঠে। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সাধারণ জনগণকে নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে একটি বিশেষ সায়েন্টিফিক সেমিনারও আয়োজন করা হয়। সেখানে দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন।

দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দেশের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রধান শিশু মেডিসিন ও বিভাগীয় প্রধান পেডিয়াট্রিকস, নিওনেটাল মেডিসিন (নিউনেটোলজি) ও সদস্য পরিচালনা বোর্ড (বাশিহাই) অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ডা. এ. আর. এম. লুৎফুল কবির, একই ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান, এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের জেনারেল পেডিয়াট্রিকস ও সদস্য পরিচালনা বোর্ড (বাশিহাই) সহযোগী অধ্যাপক ডা. রওশন জাহান। এছাড়াও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নানামুখী আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিউমোনিয়া প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এমএসএম / এমএসএম

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার জন্য বোর্ড-প্রস্তুত মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শক্তিশালী পাইপলাইন প্রদর্শনের জন্য আইসিএবি এবং আইএফসি উচ্চ-স্তরের গোলটেবিল বৈঠক আয়োজন

যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু হচ্ছে ১১ ডিসেম্বর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১০তম সভা অনুষ্ঠিত

শোক সংবাদ

ইউনিয়নপে কার্ড ইস্যু সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক পিএলসি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ ছাদেকুর রহমান

বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

কক্সবাজারে স্কুল শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ