ট্রান্সফরমার চুরি, ঘুষের হাট ও অবৈধ অর্থ আদায়
দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি
চট্টগ্রামের দোহাজারী পিডিবি (বিদ্যুৎ ও বিতরণ কেন্দ্র)-এর আবাসিক প্রকৌশলী (আরই) মেহেদী হাসানের বিরুদ্ধে ট্রান্সফরমার চুরি, ঘুষ লেনদেন এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগের বিষয়ে দৈনিক 'সকালের সময়' এবং আঞ্চলিক অনলাইন পোর্টাল 'চট্টগ্রাম সংবাদে' ধারাবাহিক খবর প্রকাশের পর অবশেষে টনক নড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ফলস্বরূপ, বিতর্কের কেন্দ্রে থাকা বর্তমান আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে তার কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
পিডিবি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রান্সফরমার চুরির মতো চাঞ্চল্যকর খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের নির্দেশে ঘটনা তদন্তে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে জবাবদিহি করার উদ্দেশ্যেই মেহেদী হাসান প্রায় দুই মাস আগে চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমারের বিষয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার চেষ্টা করেন। তবে থানা কর্তৃপক্ষ পুরোনো তারিখ (ব্যাকডেটে) জিডি নিতে অনীহা প্রকাশ করায় তিনি পরবর্তী সময়ে সাম্প্রতিক সময়ের তারিখে আরেকটি জিডি করেন। কিন্তু এই জিডি করেও তিনি তদন্ত কমিটির কাছে চুরির ঘটনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। অনিয়মের স্বর্গরাজ্য ও ঘুষের হাট হিসেবে পরিচিত চট্টগ্রামের দোহাজারী পিডিবি অফিস শেষ পর্যন্ত তাঁকে বদলির অফিসিয়াল আদেশে ছাড়তে হচ্ছে।
গোপন অনুসন্ধানে জানা গেছে, চুরিকৃত ট্রান্সফরমারটির কয়েল বা তার অন্যত্র সরিয়ে ফেলা হলেও এর ঢাকনাসহ স্টিলের অন্যান্য জিনিসপত্র কালিয়াশ এলাকায় অবস্থিত একটি স্থানীয় স্ক্র্যাপ বা ভাঙারির দোকানে বিক্রি করা হয়। এই বিক্রির কাজটি সম্পন্ন করেন লাইনম্যান জামাল ও কায়সার। প্রতিবেদককে একটি সূত্র মারফত জামাল ও কায়সার পরোক্ষভাবে এই বিক্রির বিষয়টি স্বীকার করেন। লাইনম্যান জামাল ও কায়সারের বক্তব্য অনুযায়ী, তারা ট্রান্সফরমারটি সম্পূর্ণরূপে বিক্রি করে এর থেকে প্রাপ্ত অর্থ সরাসরি আরই আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বুঝিয়ে দেন।
আরো গুরুতর তথ্য হলো, মেহেদী হাসানের যোগসাজশে ইটভাটার মালিক কর্তৃপক্ষকে সুবিধা দিতে অবৈধ উপায়ে সরকারি বিদ্যুৎ খরচ করে আড়াই মাস ধরে ১২টি মোটর লাগিয়ে বড় বড় ডেবা সেঁচ করা হয়। এভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে ইটভাটার মালিক কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আদায় করা হয়। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর যখন তদন্ত কমিটি সংবাদের সূত্র ধরে তদন্ত শুরু করে, তখন তারা এই অনিয়মের তথ্য পেলেও টাকার পরিমাণ দেখিয়েছেন মাত্র সোয়া ১ লক্ষ টাকার মতো, যা আসল অর্থের তুলনায় নগণ্য।
অন্যদিকে, চুরি হওয়া ট্রান্সফরমারটিকে প্রথমে 'তমা গ্রুপের' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নিউজ প্রকাশের পর আবাসিক প্রকৌশলী মেহেদী হাসান যখন সাতকানিয়া থানায় ট্রান্সফরমার চুরিসংক্রান্ত একটি জিডি লিপিবদ্ধ করেন, তখন পিডিবির অফিসিয়াল সূত্র নিশ্চিত করে যে এই জিডি করার মাধ্যমেই পূর্বের ট্রান্সফরমার চুরির বিষয়টি কার্যত প্রমাণিত হয়ে যায়।
এত অনিয়ম ও চুরির ঘটনা প্রমাণিত হওয়ার পরও বিভাগীয় ব্যবস্থার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না নেওয়ার আগে বর্তমান কর্মস্থল থেকে তাঁকে (মেহেদী হাসানকে) বদলি করে চট্টগ্রামের সন্দ্বীপে স্থানান্তর করা হয় বলেও জানা যায়। তবে এখানেই এই ঘটনার সমাপ্তি ঘটছে না। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ঢাকা থেকে পিডিবির একটি উচ্চ পর্যায়ের দল এসে পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক সাতটি সংবাদের সকল অনিয়মের বিষয়ে গভীরভাবে খতিয়ে দেখবে। চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির নিশ্চিত করেছেন যে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই দোহাজারী পিডিবির আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানের বিরুদ্ধে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসানের দুর্নীতির বিষয়ে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের ব্যবহৃত ফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, আজমেরী বাসের দুই চালকসহ আটক-৩
কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি
কুমিল্লায় নিহত র্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান