ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারে গোল্ডস্যান্ডস গ্রুপের 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস'র সফট ওপেনিং


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:২৫

কক্সবাজারের বিশ্বখ্যাত সমুদ্রসৈকত ঘেরা হিমছড়িতে গোল্ড স্যান্ডস্ গ্রুপের নতুন স্বপ্নযাত্রা হিসেবে যাত্রা শুরু করল চার তারকা মানের আন্তর্জাতিক হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস। ১৫ নভেম্বর ২০২৫ শনিবার ছিল উদ্বোধনের দিন, আর সেই দিনটিকে কেন্দ্র করে হিমছড়ি—from the hills to the sea—রূপ নিল এক উৎসবমুখর পর্যটন মিলনমেলায়। সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজন, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারকাদের উপস্থিতি, আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে জমে উঠেছিল পুরো এলাকা।

গোল্ড স্যান্ডস্ গ্রুপের এই নতুন হোটেলটি শুধু কক্সবাজারেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় আতিথেয়তা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত হোটেল চেইন Best Western এর Plus গ্রেডের এই হোটেলটি তাদের আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হবে। বিশেষ করে হোটেলের প্রতিটি স্যুইট থেকে একইসঙ্গে পাহাড় ও সমুদ্রের অনাবিল সৌন্দর্য উপভোগের বিরল সুবিধা পর্যটকদের কাছে এটিকে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে।

হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য, মেরিন ড্রাইভের মনোরম পরিবেশ এবং সমুদ্রপথের সহজ যোগাযোগ সুবিধার কারণে গত কয়েক বছরে এ এলাকা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বে-হিলসের মতো একটি বিশ্বমানের হোটেল যুক্ত হওয়ায় পর্যটন বিনিয়োগ ও বিদেশি পর্যটক আকর্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় গোল্ডস্যান্ডস্ গ্রুপের রঙিন র‌্যালি, যেখানে অংশ নেন হোটেলের কর্মী, স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন অতিথি।
র‌্যালির পর ফিতা কেটে হোটেলের আনুষ্ঠানিক সফ্ট ওপেনিং করেন গ্রুপের সিইওসহ আমন্ত্রিত অতিথিরা।

দিনব্যাপী হোটেল চত্বরে ও মেরিন ড্রাইভে বিভিন্ন আয়োজনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘোড়ার গাড়ির রঙিন শোভাযাত্রা বহু পর্যটককে আকর্ষণ করে। মেরিন ড্রাইভে বিশেষ লাইটিং সাজসজ্জা সন্ধ্যার পর পুরো এলাকাকে আলোকিত করে তোলে।

বিকেল থেকে একে একে যোগ দেন জনপ্রিয় সেলিব্রিটি, ব্র্যান্ড প্রমোটর, ইনফ্লুয়েন্সার এবং মিডিয়া ব্যক্তিত্বরা। তাঁরা হোটেলের বিভিন্ন স্যুইট, রুফটপ, পুলসাইড এবং রেস্টুরেন্ট পরিদর্শন করে আন্তর্জাতিকমানের সেবার প্রশংসা করেন।

সন্ধ্যা ঘনিয়ে এলে হোটেল প্রাঙ্গণে আয়োজন করা হয় মিউজিক্যাল বারবিকিউ নাইট। পর্যটক ও অতিথিদের জন্য ওপেন-এয়ার পরিবেশে সুরের মূর্ছনা, লাইভ ব্যান্ড পারফরমেন্স এবং দৃষ্টিনন্দন বারবিকিউ আয়োজনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এরপর শুরু হয় সান্ধ্যকালীন কালচারাল প্রোগ্রাম, যেখানে নাচ, গান, এবং দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। পুলসাইডে বিশেষ ডিনারের মাধ্যমে অতিথিরা উপভোগ করেন স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের সমন্বিত স্বাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডস্যান্ডস্ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বাহার, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, পর্যটন উদ্যোক্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

সবাই বে-হিলস হোটেল ঘুরে দেখেন এবং কক্সবাজারের পর্যটনে এ ধরনের বিনিয়োগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলস হোটেলের শুভ উদ্বোধন উপলক্ষে সিইও শাহাদাত হোসেন বাহার সকল অতিথি, অংশগ্রহণকারী ও উপদেষ্টা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন—

“গোল্ডস্যান্ডস্ গ্রুপ বরাবরই দেশের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। হিমছড়িতে বে-হিলসের যাত্রা আমাদের সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ। আমরা চাই, কক্সবাজারের পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে; দেশী-বিদেশী পর্যটকদের জন্য আরো নিরাপদ, আরামদায়ক ও প্রাকৃতিক সৌন্দর্যঘেরা অভিজ্ঞতা তৈরি করতে। ভবিষ্যতেও আমরা পর্যটনশিল্প বিকাশে আরও বড় পরিসরে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পর্যটন খাতের বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বমানের ব্র্যান্ড পরিচালিত এমন হোটেল কক্সবাজারে পর্যটন অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, পর্যটন ব্যবসায় বৈচিত্র্য আসবে, কর্মসংস্থান বাড়বে, এবং কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।

সামগ্রিক আয়োজন, অতিথিদের উপস্থিতি, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান—সব মিলিয়ে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে-হিলসের সফ্ট ওপেনিং কক্সবাজারের পর্যটন শিল্পে একটি স্মরণীয় দিন হিসেবে স্থান করে নিল। পাহাড়-সমুদ্রের মিলনস্থলে এমন একটি আধুনিক আন্তর্জাতিকমানের হোটেলের উদ্বোধন কক্সবাজারকে আরও আকর্ষণীয় ও বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত