ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৩:৪২

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে আজ ১৭ নভেম্বর ২০২৫ইং তারিখে এ ব্লক অডিটোরিয়ামে ‘দি রোল অফ রোবটিকস ইন সার্জারি (The Role of Robotics in Surgery)’ বিষয়ক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে  এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কি কি উপায়ে দেশের মানুষের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানের করা যায়, এই প্রযুক্তির সুবিধা, অসুবিধা, আমাদের দেশে এর বাস্তবতা ইত্যাদির নিরিখে এই সেমিনারের আয়োজন করা হয়। কারণ রোবোটিক সার্জারি বাংলাদেশে নতুন হলেও বিশ্বে নয়। তাছাড়া বিশ্বের তাল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসাসেবাকে এগিয়ে নিতে হলে রোবটিক সার্জারি চালু সময়েরই দাবি এমন অভিমত তুলে ধরেন সেমিনারে বিশেষজ্ঞগণ। 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। তিনি বলেন, বাংলাদেশে রোবটিক সার্জারি চালু করা একটি স্বপ্ন। আর শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এর সফল বাস্তবায়ন সম্ভব। তবে এই স্বপ্ন বাস্তবায়নের আগে নিজেদেরকে বিশেষ করে সার্জারি সেবার বিষয়ে দক্ষতাসহ সার্জারি সেবা কি অবস্থায় রয়েছে, আমরা কি অবস্থায় আছি, তার সঠিক অবস্থা জানা, মূল্যায়ন, সঠিক বিবেচনার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই সময়ের চিকিৎসা পেশার একাডেমিক লিডারগণ তাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে বিএমইউতে রোবটিক সার্জারি চালু করতে সক্ষম হবেন এমন প্রত্যাশা করি। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক। তারা বলেন, প্রযুক্তির বিকাশের এই যুগে রোবটিক সার্জারিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। উন্নত চিকিৎসাসেবায় রোবটিক সার্জারি বিরাট অবদান রাখতে পারে। তবে এ জন্য সবচাইতে বেশি প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা। তবে রোবটের মাধ্যমে যতই উন্নত সেবা নিশ্চিত করা যাক, চিকিৎসককে এবং সংশ্লিষ্ট জনবলকে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তবেই রোবট থেকে কাঙ্খিত সুফল রোগীরা পাবেন।   
সেমিনারে বিএমইউ এর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক ‘রোবটিক সার্জারি: আওয়ার পারসপেক্টিভ’ বিষয়ে এবং কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ পদ সাহা ‘দি রোল অফ রোবটিকস ইন সার্জারি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তারা জানান, রোবোটিক সার্জারির সুবিধা হলো, ছোট ছিদ্র দিয়ে অপারেশন সম্পন্ন করা, জটিলতা কম হয়, রোগী দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, রক্তপাত কম হয়, অপারেশন পরবর্তী ব্যাথা কম ইত্যাদি। সার্জনের সুবিধা সমূহ হলো প্রতি মুহূর্তের ত্রিমাত্রিক ছবি দেখে জটিল সার্জারির পদক্ষেপ নেয়া সহজতর হয়, মানুষের হাতের থেকে রোবোটের যন্ত্রের সাহায্যে নড়াচড়া সহজ এবং বেশি নিরাপদ, হাত কাঁপা সম্পূর্ণ পরিহার করা যায়, আরামদায়ক চেয়ারে বসেই সার্জন দীর্ঘ সময় অপারেশন করতে পারেন, অন্য স্থান থেকে একজন অভিজ্ঞ সার্জন শিক্ষানবিশ সার্জনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিতে পারেন বা সার্জারি সম্পন্ন করতে পারেন। রোবোটিক যন্ত্র ভেঙ্গে যাওয়া বা নষ্ট হবার সম্ভাবনা খুবই কম, সার্জন যদি কোন ধরনের অর্থোপেডিক সমস্যায় পড়েন, প্রেগন্যান্ট হন,  আবার অতি ওজনের রোগীদের জন্যও রোবোটিক সার্জারি খুবই সাহায্যকারী।
সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত সেন্ট্রাল সেমিনারটি সঞ্চালনা করেন ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী। 

এমএসএম / এমএসএম

অর্থনীতির স্থপতি মতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক

বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান

বিএনসিসি ক্যাডেটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

মানসম্মত ও প্রবেশগম্য টয়লেট নিশ্চিতের দাবি পরিবেশবাদীদের

মালয়েশিয়ার রাষ্ট্রদূত কর্তৃক সিএসই পরিদর্শন

রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন

বিএমইউতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান

পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত