ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ডাসারে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সমন্বয় সভা


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১:৩৩

ডাসার ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এবং সঞ্চালনা করেন রাইডস যশোরের মাদারীপুর জেলা প্রোগ্রাম অফিসার মো. বায়েজিত হোসেন।
উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রমেন মধু, জাহিদুল ইসলাম ও সৈয়দ আজিম উদ্দিন। তারা মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। বক্তারা জানান, সমাজের সচেতন অংশ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টা ছাড়া এই সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।
সভায় ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় কার্যক্রম পরিচালনার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি চেয়ারম্যানকে সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সচিবকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিটির দায়িত্ব হবে:
মাসিক সভা আয়োজন করে সচেতনতা বৃদ্ধি করা,
ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা,
শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা,
প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে পাঠানো।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাসে একবার মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সভা আয়োজন করা হবে। এছাড়া কমিউনিটি পর্যায়ে বিশেষ প্রচারণা চালানো হবে এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে নতুন কমিটির কার্যকর ভূমিকা ডাসার ইউনিয়নে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ় ভিত্তি গড়ে তুলবে। নিয়মিত সমন্বয় সভা, সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ সামাজিক কুরিতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাসার ইউনিয়নের এই উদ্যোগকে সামাজিক সমস্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, শিক্ষাব্যবস্থা ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

"দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই"-মাওলানা আমিনুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগাম-১৩ আসনের প্রার্থীতা বাতিলে তারেক রহমানের কাছে বিএনপির ৩ নেতার চিঠি

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পৌরসভা ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

লিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু, পরিবারের মাতম

দলীয় ঐক্য ভাঙার চেষ্টা মানে বিএনপি ও জাতীয়তাবাদের শত্রু — সিরাজুল ইসলাম সরদার

কোনাবাড়িতে ভয়াবহ আগুনে শতাধিক রুম পুড়ে ছাই

টাঙ্গাইলের কালিহাতীতে রাজনৈতিক পরিচয়ে ৪০টি অবৈধ বালু মহাল

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক দপ্তরে চরম জনবল সংকট, ভোগান্তিতে হাজারো উপকারভোগী

শেরপুরের ঝিনাইগাতী গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

মাগুরা শ্রীপুরে বন্দুক ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই