ডাসারে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের সমন্বয় সভা
ডাসার ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই সভায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এবং সঞ্চালনা করেন রাইডস যশোরের মাদারীপুর জেলা প্রোগ্রাম অফিসার মো. বায়েজিত হোসেন।
উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রমেন মধু, জাহিদুল ইসলাম ও সৈয়দ আজিম উদ্দিন। তারা মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। বক্তারা জানান, সমাজের সচেতন অংশ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টা ছাড়া এই সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।
সভায় ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় কার্যক্রম পরিচালনার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি চেয়ারম্যানকে সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সচিবকে সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিটির দায়িত্ব হবে:
মাসিক সভা আয়োজন করে সচেতনতা বৃদ্ধি করা,
ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা,
শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা,
প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে পাঠানো।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাসে একবার মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সভা আয়োজন করা হবে। এছাড়া কমিউনিটি পর্যায়ে বিশেষ প্রচারণা চালানো হবে এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে নতুন কমিটির কার্যকর ভূমিকা ডাসার ইউনিয়নে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে দৃঢ় ভিত্তি গড়ে তুলবে। নিয়মিত সমন্বয় সভা, সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ সামাজিক কুরিতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাসার ইউনিয়নের এই উদ্যোগকে সামাজিক সমস্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, শিক্ষাব্যবস্থা ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার