চট্টগাম-১৩ আসনের প্রার্থীতা বাতিলে তারেক রহমানের কাছে বিএনপির ৩ নেতার চিঠি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দিয়েছেন ওই আসনের তিন মনোনয়নপ্রত্যাশী। এরা হলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
চিঠিতে তারা দাবি করেন,সরওয়ার জামাল নিজাম একজন আওয়ামী লীগের সুবিধাভোগী ও বহু বছর ধরে রাজপথে অনুপস্থিত ছিলেন। তাকে গত ১৭ বছরে বিএনপির হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল-মিটিংয়ে দেখা যায়নি। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘসময় ধরে নিষ্ক্রিয় ছিলেন। উল্টো আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করেছেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, সরওয়ার জামাল নিজাম দলের দুর্দিনে কখনও তৃণমূলের পাশে দাঁড়াননি, নেতাকর্মীদের খোঁজ নেননি। আওয়ামী লীগের সীমাহীন দমন-পীড়নে বিএনপির নেতাকর্মীরা যখন ঘরছাড়া ও ফেরারি জীবনযাপন করছিলেন, তখন তিনি নিশ্চিন্তে পরিবার-পরিজন নিয়ে বিদেশে সময় কাটিয়েছেন। এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী করায় দলের নেতাকর্মীদের মধ্য তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
চিঠিতে বলা হয়, আনোয়ারা-কর্ণফুলীতে বিএনপির সর্ব্বোচ্চ সুবিধাভোগী, তিনবারের সাংসদ হয়েও সরওয়ার জামাল নিজাম বিগত ২০০৮ সাল পরবর্তী দল এবং নেতাকর্মীদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এই দীর্ঘ কঠিন আন্দোলন সংগ্রামে তার কোন ভূমিকা বা উপস্থিতি ছিল না। তিনি কোন স্তরেই বিএনপির সাথে কোন সম্পর্ক রাখেননি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র এ তিন নেতা আবেদন করেন যে, সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ, তথ্য-উপাত্ত, প্রমাণ, দলিলাদি ও পাসপোর্ট যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তার প্রাথমিক মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়া।
এদিকে, বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রকাশের পর থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে। গত ১৩ নভেম্বর সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে আসনটির বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুম শিকার হওয়া ত্যাগী তৃনমূল নেতাকর্মীরা ও সর্বস্তরের জনগণ কাফনের কাপড় পড়ে বিশাল মশাল মিছিল করেছেন। সরেজমিনে দেখা যায় সরওয়ার জামাল নিজামকে মনোনয়ন দেওয়ায় দলীয় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণও হতাশ। সর্বস্তরের জনসাধারণ চাই সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে দল ও জনগণের পাশে থাকা এমন একজনকে মনোনয়ন দিতে।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার