তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
রাজশাহীর তানোরে বিএনপির মূল স্রোতের আদর্শিক রাজনীতিতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উত্তরাঞ্চলের গর্ব জন নন্দিত নেতা প্রয়াত শীষ মোহাম্মদ পরিবারের কোনো বিকল্প নাই।
শীষ পরিবারের হাতেই আদর্শিক বিএনপি নিরাপদ। সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং নেতা ও কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে শীষ মোহাম্মদের কোনো বিকল্প ছিলো না। বিএনপির রাজনীতিতে এখন একজন শীষ মোহাম্মদের বড় প্রয়োজন। শীষ মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হয়তো সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন না, তার হাজারো কাজের মধ্যে হয়তো বা দু'একটা সিদ্ধান্ত বা কাজ নিয়ে সমালোচনা বিতর্ক থাকতেই পারে, তবে তানোরে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠায় তার যে অবদান রয়েছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নাই। স্থানীয় বিএনপির একাধিক জৈষ্ঠ নেতা বলেন, প্রয়াত শীষ মোহাম্মদের প্রতি সম্মান জানিয়ে বিএনপির উচিৎ তার পরিবার থেকে নেতৃত্ব নির্বাচন করা, এটা সময়ের দাবিও বটে। যেমন সম্মান করা হয় প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হক পরিবারকে।
জানা গেছে, রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শীষ মোহাম্মদ বিএনপির আদর্শিক ও মূল স্রোতের সঙ্গে ছিলেন। কখানো কোনো লোভ-লালসার স্রোতে গা-ভাসিয়ে দেননি, হাজারো প্রলোভন দিয়েও তাকে বিএনপি থেকে এক চুল সরানো যায়নি। বিএনপি এবং প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজ-নীতি করেছেন। বিএনপি ও ব্যারিস্টার পরিবারের বিপক্ষে কখানো বা কোনো পরিস্থিতিতেই শীষ মোহাম্মদ বা তার পরিবারের কোনো সদস্য অবস্থান নেননি। অথচ একই সময়ে বিএনপির কথিত হেভিওয়েট নেতা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করে বিপুল
বিত্তবৈভবের মালিক হয়েছেন। বিগত আওয়ামী লীগের ১৫ বছর তাদের সঙ্গে আঁ-াতাত করে চলেছেন। স্থানীয়রা বলছে, বিগত ১৫ বছর বিএনপির কোন পরিবার থেকে কতটি চাকরি পেয়েছে, কতটি পুকুর পেয়েছে, কতটি ডিপ অপারেটর হয়েছে ইত্যাদি বিশ্লেষণ করলে সহজেই পরিস্কার হবে কারা আদর্শিক বিএনপি। এমনকি বিএনপির প্রার্থী ড. এম এনামুল হককে পরাজিত করতে কলকাঠি নেড়েছেন কারা। যারা এসব করেছে তারা কখানো ব্যারিস্টার পরিবারের নেতৃত্ব মানতে পারে না। তাদের উদ্দেশ্যে বিএনপি সরকারে থাক, তবে ব্যারিস্টার পরিবার থেকে যেনো এমপি না থাকে, তাহলে তারা নিজেদের মতো করে রাজনীতির নামে ক্ষমতার দাপট ও বানিজ্যে করতে পারবেন। এদিকে অনেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন ব্যক্তিকে মনোনয়নের স্বপ্ন দেখিয়ে মাঠে নামতে উৎসাহ দিয়েছে। কিন্ত্ত যখন দেখছে এখানে শরিফ উদ্দিনের বিকল্প নাই, তখন তারা আবার শরিফ উদ্দিনের পিছু নিয়েছে। এখন তানোর বিএনপির রাজনীতিতে যে মতবিরোধ বা মতপার্থক্যের হাওয়া বইছে এর মুল দায় এসব নেতার, যারা বিভিন্ন কৌশলে আর্থিক সুবিধা নিয়ে একাধিক ব্যক্তিকে মনোনয়নের স্বপ্ন দেখিয়ে, বিপুল অর্থ হাতিয়ে নিয়ে এখন শরিফ উদ্দিনের পিছু নিয়েছে। তবে এরা দায় এড়াতে অতিউৎসাহী হয়ে শরিফ উদ্দিনের পক্ষে লাফালাফি করছেন। কিন্তু ভেতর ভেতর তারা চাচ্ছে এখানে শরিফ উদ্দিন নয় অন্য কেউ বিজয়ী হোক। এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ফলে এই দলের প্রতিক ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ কখানো সফল হয়নি, এবারো হবে না। তাই মতলববাজ সুবিধাবাদীদের এতো গুরুত্ব দেয়ার প্রয়োজন নাই।
Aminur / Aminur
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী