ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৫৭

গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। মুহূর্তেই জীবিকার মূল ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কোটালীপাড়ার কৃষক সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মুক্তা দত্ত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়ুয়া গ্রামে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুন্য গোয়াল ঘর ঘিরে এলাকাবাসীর ভীড়।গরু হারানোর শোকে কৃষক দম্পতির ঘরে নেমে এসেছে গভীর হতাশা। পরিবারের দুই ছেলেকে পড়াশোনা করানোর স্বপ্ন, সংসারের ভরসা—সবই যেন মুহূর্তে ভেঙেচুরে গেছে।

সঞ্জয় দত্ত জানান, রাতে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘর ভেঙে গরুগুলো নিয়ে যায় ১০–১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। রাত সাড়ে ৩টার দিকে গোয়ালঘর থেকে শব্দ পাই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকা। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করি। দরজা ভেঙে বাইরে গিয়ে দেখি রাস্তায় দুইটা পিকআপ ভ্যান। একটাতে গরুগুলো তোলা, আরেকটায় ১০ থেকে ১২ জন দাঁড়িয় আছে। আমি পিকআপের দিকে দৌড় দিলে গুলি করার হুমকি দেয়। এরপরই দ্রুত গাড়ি চালিয় পালায়।

মুক্তা দত্ত কান্নাজড়িত কন্ঠে বলেন, গরুগুলা বাইচা থাহার ভরসা আছিল। দুইডা ছেলে লেখাপড়া করে। দুইডা গরুর দুধ বেচেই সংসার চলতো। একটা ষাড় ছিল, কয়দিন আগে ১ লাখ টাকা দাম কইছিল। তহন বেচি নাই, ভাবছিলাম ঈদের সময় বেইচা ঘর বানামু। সব শেষ হইয়া গেলো। আমরা নিঃস্ব হইলাম।

ভাঙ্গারহাট নৌ–পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। কৃষক দম্পতি অভিযোগ দেওয়ার জন্য এসেছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, কোটালীপাড়ায় সম্প্রতি গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এর আগেও দুটি ঘটনায় গরু চুরি করতে এসে গরুসহ দুটি পিকআপ ফেলে পালিয়ে যায় একটি চক্র। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বাড়ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু