কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি
গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। মুহূর্তেই জীবিকার মূল ভরসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কোটালীপাড়ার কৃষক সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মুক্তা দত্ত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়ুয়া গ্রামে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শুন্য গোয়াল ঘর ঘিরে এলাকাবাসীর ভীড়।গরু হারানোর শোকে কৃষক দম্পতির ঘরে নেমে এসেছে গভীর হতাশা। পরিবারের দুই ছেলেকে পড়াশোনা করানোর স্বপ্ন, সংসারের ভরসা—সবই যেন মুহূর্তে ভেঙেচুরে গেছে।
সঞ্জয় দত্ত জানান, রাতে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘর ভেঙে গরুগুলো নিয়ে যায় ১০–১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। রাত সাড়ে ৩টার দিকে গোয়ালঘর থেকে শব্দ পাই। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকা। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করি। দরজা ভেঙে বাইরে গিয়ে দেখি রাস্তায় দুইটা পিকআপ ভ্যান। একটাতে গরুগুলো তোলা, আরেকটায় ১০ থেকে ১২ জন দাঁড়িয় আছে। আমি পিকআপের দিকে দৌড় দিলে গুলি করার হুমকি দেয়। এরপরই দ্রুত গাড়ি চালিয় পালায়।
মুক্তা দত্ত কান্নাজড়িত কন্ঠে বলেন, গরুগুলা বাইচা থাহার ভরসা আছিল। দুইডা ছেলে লেখাপড়া করে। দুইডা গরুর দুধ বেচেই সংসার চলতো। একটা ষাড় ছিল, কয়দিন আগে ১ লাখ টাকা দাম কইছিল। তহন বেচি নাই, ভাবছিলাম ঈদের সময় বেইচা ঘর বানামু। সব শেষ হইয়া গেলো। আমরা নিঃস্ব হইলাম।
ভাঙ্গারহাট নৌ–পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। কৃষক দম্পতি অভিযোগ দেওয়ার জন্য এসেছে। তদন্ত চলছে।
উল্লেখ্য, কোটালীপাড়ায় সম্প্রতি গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এর আগেও দুটি ঘটনায় গরু চুরি করতে এসে গরুসহ দুটি পিকআপ ফেলে পালিয়ে যায় একটি চক্র। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বাড়ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা