গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ভোটের সমীকরণ বদলে যাচ্ছে প্রতিদিন
ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত সাঘাটা–ফুলছড়ি নিয়ে গঠিত গাইবান্ধা–০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ দ্রুত বাড়ছে। ২৪ শের রাজনৈতিক পরিবর্তনের পর এ আসনে আওয়ামী লীগ ও জাপা কার্যত মাঠের বাইরে থাকায় প্রধান লড়াই গড়ে উঠেছে বিএনপির ফারুক আলম সরকার, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে কেন্দ্র করে। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার। তবে তৃণমূলে তাঁর মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় অনেক নেতাকর্মী মনে করছেন—দুঃসময়ে দলকে যিনি আগলে রেখেছেন, মনোনয়ন দেওয়া উচিত ছিল তাঁর মতো কাউকে। এই মতবিরোধের কারণে বিএনপির প্রচারণা কাজেও ধীরগতি দেখা যাচ্ছে।
এর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ দ্রুত জনপ্রিয়তা বাড়াচ্ছেন। একসময় জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি হলেও এখন তিনি স্বতন্ত্র হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন। সাঘাটা–ফুলছড়ি জুড়ে তাঁর গণসংযোগ প্রতিদিন আরও জোরদার হচ্ছে। চরাঞ্চল থেকে গ্রামীণ হাট–বাজার পর্যন্ত সর্বত্রই কর্মী–সমর্থকদের ভিড় তাঁর প্রতি জনগণের সমর্থনকে স্পষ্ট করছে। স্থানীয়দের মতে, নিশাদ দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন—এটাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
এদিকে জামায়াতে ইসলামীও সক্রিয়ভাবে মাঠে রয়েছে। সাঘাটা–ফুলছড়িতে তাদের সাংগঠনিক কাঠামো আগে থেকেই শক্ত, নির্বাচন ঘনিয়ে আসতেই তাদের গণসংযোগ আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন রাজনৈতিক শক্তি এনসিপি তরুণ এবং চরাঞ্চলের ভোটারদের মধ্যে সক্রিয় ভূমিকা রাখছে, যা ভোটের অঙ্ককে আরও জটিল করে তুলছে। ব্রহ্মপুত্র ভাঙনকবলিত এ অঞ্চলের ভোটাররা দল নয়, ব্যক্তি–পরিচয় ও দুঃসময়ে পাশে থাকার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ফুলছড়ির প্রবীণ ভোটার আব্দুর রহমান বলেন, “যে আমাদের সময়–অসময়ে পাশে থাকে, তাকেই ভোট দেব। নদীভাঙনের কষ্ট বোঝে এমন মানুষই আমাদের দরকার।”
সব মিলিয়ে ধারণা করা হচ্ছে—এ আসনটি এবার দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হয়ে উঠছে। তফসিল ঘোষণার আগেই এলাকায় উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। এখন পুরো সাঘাটা–ফুলছড়ি তাকিয়ে আছে নির্বাচনের দিনের দিকে—বিএনপি কি সংগঠনের বিভক্তি কাটিয়ে প্রচারণা জোরদার করতে পারবে, নাকি স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ বড় ভোটের অংশ নিয়ে সমীকরণ পাল্টে দেবেন—সে প্রশ্নের উত্তর মিলবে ভোটের বাক্স খুললে।
এমএসএম / এমএসএম
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ