পুলিশের উপস্থিতিতে যাদুকাটা নদীতে চলে পাড়কাটার মহোৎসব এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বারিঘর ভাংচুরসহ আহত ১৫
সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর লাউড়েগর ইজারা বহির্ভূত এলাকায় ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হাফিজের চোখের সামনে চলে জামাল বাহিনীর চিহ্নিত বালু খেকোঁ আক্কাস বাহিনীর দ্বারা অবৈধভাবে দিন দুপুরে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন, এমনটির অভিযোগ উঠেছে? স্থানীয় লোকজন বাঁধা দেওয়ায় নিরীহ শ্রমিকদের বাড়িঘর এবং লাউড়েগর বাজার মসজিদ ভাংচুরসহ অন্তত প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদোষী এবং হাসপাতাল সূত্রে জানাযায় ২২ নভেম্বর রোজ শনিবার সকালে যাদুকাটা নদীর লাউড়েগর বাজারের পাশে ইজারা বহির্ভূত এলাকা নদীর তীরে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের উপস্থিতিতে অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে ডালারপাড় এলাকার চিহ্নিত ভূমি খেঁকো জামাল বাহিনীর প্রধান সহযোগী আক্কাসমিয়া। এসময় বারকি শ্রমিকদের ছোট ছোট কাঠের নৌকা নিয়ে যাওয়ার পথে আক্কাসের অবৈধ সেভ মেশিনের বাঁধার মুখে পরে। পরে বারকি শ্রমিকরা সেভ মেশিন সড়ানোর জন্য বললে স্থানীয় পুলিশের চোখের সামনে নিরীহ শ্রমিকদের উপর দেশীয় অস্রশস্র দিয়ে হামলা চালায় আক্কাস বাহিনীর লোকজন। হামলায় প্রায় ১৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা জায়। শুধু তাই নয় আক্কাস বাহিনীর সন্ত্রাসীরা লাউড়েরগড় বাজারের মসজিদের জানালার গ্লাসসহ লাউড়েগর গ্রামের বাসিন্দা তাওহিদ মিয়ার বাড়ি, সেলিম মিয়ার বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর করে। পরে স্থানীয় মুরব্বিয়ান প্রশাসনের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দু পক্ষের আহতদের স্থানীয় চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।আহতদের মধ্যে কেউ কেউ স্থানীয় চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের সাথে আলাপ করে জানা যায় মাসেকখানি ধরে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নৌ-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যখনি অভিযানের জন্য প্রশাসনের কর্মকর্তারা রেডি হয়ে স্প্রিডবোর্ড অথবা নৌকায় উঠেন তখনি অবৈধভাবে বালু উত্তোলনকারীরা সেভ মেশিন ড্রজার মেশিন সড়িয়ে ফেলে? নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন এসআই হাফিজ অবৈধ বালু উত্তোলনকারী সেভ ও ড্রেজার মেশিনের লোকজনকে অভিযানের আগেই সরে যেতে বলেন? আবার অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা চলে গেলে এসআই হাফিজের উপস্থিতিতে অর্থের বিনিময়ে অবৈধ সেভ মেশিন চলে? বালু খেকোঁদের সাথে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের যোগসাজসে প্রকাশ্যে চলে অবৈধ সেভ মেশিন দিয়ে পাড়কাটার মহোৎসব? এমনটি জানান হামলার শিকার আহত অনেকে? তাহলে কি নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে এসআই হাফিজ নিজেকে বালু ব্যবসায় জড়িয়ে নিয়েছেন এমনটির গুনঞ্জন রিতিমতো মানুষের মুখে মুখে।
এব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট গিয়েছেন আমারদের অভিযানের খবর আগ থেকে বালু খেকোঁদের কাছে পৌঁছে যায় কেমন করে বুঝিনা। অনেক সময় আমরা গিয়ে সরাসরি অবৈধ বালু উত্তোলন কারীদের হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করি। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজ বালু খেকোঁদের সহযোগিতা করেন শুনা যাচ্ছে? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন এসআই হাফিজের বিষয়ে আমিও শুনেছি তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তাহিরপুর থানার ওসিকে জানাবো।
এব্যপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন সেভ মেশিন পাইনি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অনেকেই আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এব্যপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বালু খেকোঁদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনেন। তিনি আরও বলেন বালু খেকোঁদের সাথে ফাঁড়ি ইনচার্জের যোগসাজস রয়েছে আমার জানা নেই তবে জড়িত থাকার সত্যতা পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দাঁতভাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্যবসায়ী হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
চট্টগ্রামে রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় শিক্ষা সামগ্রী বিতরণ
আমার মামা-চাচা বড় নেতা নাই আমি কৃষকের ছেলে, জনসভায় লিয়াকত আলী
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
বাঘার পদ্মা চরে বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
শিক্ষকদের মর্যাদা রক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি উন্নয়ন আমার প্রথম অঙ্গীকারঃ শ্রাবণ
কেশবপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন
গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ