কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে থেকে সারা
দিনব্যাপী উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এই উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার খাসি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন। বর্ষ পুঞ্জি অনুযায়ী এবার ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নিল খাসিয়া সম্প্রদায়। ব্রিটিশ শাসনামল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ‘সেং কুটস্নেম’ পালন হয়ে আসছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এই উৎসব আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মাঠের মাঝখানে একটি বড় বাঁশ খুঁটি পুঁতে তার সঙ্গে দড়ি ও রঙিন কাগজের সাজসজ্জা করা হয়েছে। চারদিকে বাঁশ, কলাগাছের পাতা ও প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট দোকান। মাঠের একপাশে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা চলছে খুঁটির শীর্ষে রাখা হয়েছে একটি মোবাইল ফোন। বহু চেষ্টার পর এক প্রতিযোগী তা জয় করতে সক্ষম হন। অন্য পাশে লক্ষ্যভেদ প্রতিযোগিতায় তরুণরা ব্যস্ত তীর–ধনুক ছোড়ায়। কেউবা গুলতি দিয়ে লক্ষভেদে মগ্ন। নারীরা অংশ নেন পান গুছানোর প্রতিযোগিতায় এক নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত দ্রুত পান সাজাতে পারে তা দেখেই বিজয়ী নির্ধারণ করা হয়।
দিনব্যাপী উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আগত মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সম্প্রদায়ের অতিথি ও পর্যটক। খাসিয়াদের জন্য বর্ষবিদায় ও বর্ষবরণ দিনটি অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর।
খাসি জনগোষ্ঠীর সদস্যরা জানান, সেং কুটস্নেম তাদের সার্বজনীন ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছরের মতো এবারও মাগুরছড়া খেলার মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষ বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। খাসিয়ারা ঐতিহ্যবাহী পোশাক পরে আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। পাশাপাশি তাদের প্রধান জীবিকা জুম চাষ এবং জীবনের নানা দিক নৃত্যের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।
উৎসব উপলক্ষে মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। খাসিয়া জনগোষ্ঠীর লোকজন রঙিন পসরা নিয়ে স্টল সাজান ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর–ধনুক, বাঁশ–বেতের বিভিন্ন সামগ্রী স্থান পায় এসব স্টলে। বাঙালি, খাসিয়া ও নানা শ্রেণী–পেশার মানুষসহ দেশি–বিদেশি পর্যটকরা অংশ নেন উৎসবে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা