চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
চর ওয়াশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলাকার শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল হাজারো নারী-পুরুষ-শিশুর ভিড়ে মুখরিত—যা পরিণত হয় এক মহাসমাবেশে।নির্মাণ এ উদ্যোগে সেচ্ছাসেবক দলের নেতা ফরহাদের ভূমিকা প্রশংসনীয় বলে জানান এলাকা বাসি।
জাতীয় বীরের আগমন ও শান্তির বার্তা জাঁকজমকপূর্ণ আয়োজন করে এক অভূতপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়।আরেকজনের শুরুতেই প্রধান অতিথি জাতীয় বীর ও ডাকসুর সাবেক ভিপি, ঢাকা দুই-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্ত ৯০-এর মহানায়ক, আলহাজ্ব আমান উল্লাহ আমান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার করতালি ও শিশুদের উচ্ছ্বাস পুরো এলাকায় এক দেশাত্মবোধক আবহ সৃষ্টি করে।
এরপর শান্তি ও স্বাধীনতার প্রতীক সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ব্যানারসহ রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হলে বিদ্যালয় প্রাঙ্গণের আকাশ এক রঙিন উৎসবে মেতে ওঠে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও এলাকার আলেম-উলামার বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে। তারা বিদ্যালয়ের উন্নতি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং এলাকাবাসীর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন।
স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদের প্রশংসনীয় উদ্যোগ
এই বিদ্যালয় ভবন নির্মাণ উদ্যোগের আত্মা, চালিকাশক্তি ও প্রধান উদ্যোগী হিসেবে যিনি স্থানীয়দের মুখে মুখে উচ্চারিত হয়েছেন, তিনি হলেন— স্থানীয় সমাজসেবক,স্বেচ্ছাসেবক দলের নেতা ও ফরহাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফরহাদ।তাঁর অক্লান্ত পরিশ্রম, উদ্যোগ ও নেতৃত্বগুণ এই প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী:“ফরহাদ না থাকলে এই স্কুল ভবন নির্মাণের কাজ এগোতোই না। তিনি রাত-দিন পরিশ্রম করে এই প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছেন। তাঁর সমাজসেবামূলক মনোভাব চর ওয়াশপুরবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।”তিনি স্থানীয় মানুষকে সংগঠিত করা, প্রয়োজনীয় অর্থায়ন, শ্রমিক ব্যবস্থাপনা এবং জমি সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর বড় অংশ একাই সামলেছেন।
শিক্ষার মাধ্যমেই জাতির অগ্রগতি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধান অতিথি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন:“একটি জাতি এগিয়ে যায় শিক্ষার মাধ্যমে। চর ওয়াশপুরের শিশুরা আজ থেকে নতুন ভবিষ্যতের পথে যাত্রা শুরু করল। এই উদ্যোগে যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে ফরহাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”সাথে বিশিষ্ট ল্যান্ড ব্যবসায়ী শফিক মিয়াসহ স্হানীয় জনগণের প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি ও ঢাকা–২ আসনের ‘জনতার এমপি’ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তরুণ নেতা ফরহাদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন:“এই ভবন নির্মাণ শুধু একটি স্থাপনা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পদক্ষেপ। এলাকার তরুণরা যদি ফরহাদের মতোভাবে সমাজের উন্নয়নে এগিয়ে আসে, তাহলে শুধু চর ওয়াশপুর নয়—পুরো ঢাকা–২ এলাকা বদলে যাবে। এই স্কুল ভবন নির্মাণ তরুণদের দায়িত্বশীল উদ্যোগের উজ্জ্বল উদাহরণ।” সহযাত্রী ও ভবিষ্যতের পরিকল্পনা ফরহাদের পাশাপাশি এই মহতী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: সুনামধন্য ল্যান্ড ব্যবসায়ী শফিক মিয়া,বিএনপি নেতা খোকন।
বক্তারা বলেন, এই বিদ্যালয় ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি চর ওয়াশপুরের ভবিষ্যৎ, নতুন প্রজন্মের আশা এবং শিক্ষা বিপ্লবের ভিত্তি। এছাড়াও, বক্তারা চর ওয়াশপুরে রাস্তাঘাট, ড্রেনেজ, স্যানিটেশন, সংস্কৃতি কেন্দ্র ও আরও একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষে, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় এবং অতিথিরা নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জাতীয় বীর আমান উল্লাহ আমানের উপস্থিতি এবং তরুণ নেতা ফরহাদের অক্লান্ত উদ্যোগে দিনটি চর ওয়াশপুরের ইতিহাসে এক আলোকিত পথচলার ভিত্তি হিসেবে চিহ্নিত হয়ে রইল।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)