ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:৩১

কৃষিপ্রধান রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা ও মাড়াই। মাঠে মাঠে সোনালি রঙে পাকতে থাকা ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এ মৌসুমে বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে দেখা যাচ্ছে স্বস্তির হাসি। তবে ধানের দাম কমে যাওয়ার শঙ্কায় অনেকেই উদ্বিগ্ন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব খেতেই একসঙ্গে চলছে ধান কাটা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে ধান কাটার পরপরই একই জমিতে শুরু হয়েছে আলু রোপণের তোড়জোড়।
শস্যচক্রের এ পরিবর্তনের কারণে আলুর জমির টেন্ডার মূল্যও কমে গেছে। অন্য বছর বিঘা প্রতি ১২-১৪ হাজার টাকার জমি এবার টেন্ডার হচ্ছে মাত্র ৭-৮ হাজার টাকায়। চাষিরা বলছেন, গত বছর আলুর বাজারে বিপর্যয়ের কারণে অনেকেই এবার ঝুঁকি কমাতে চাইছেন।

পাঁচন্দর ইউনিয়নের যশপুর গ্রামের কৃষক সাবের আলী বলেন, ‘আমি ১৭ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। প্রতি বিঘায় ৩২ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাচ্ছি। ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে শঙ্কায় আছি।’
একই গ্রামের কৃষক ইনছান পারভেজ বলেন, ‘আমার জীবনে কখনো এত ফলন দেখিনি। ১২ বিঘায় প্রায় সাড়ে ৩০০ মণ ধান পেয়েছি। কিন্তু বাজারে ধানের দাম খুবই কম। মণ প্রতি অন্তত হাজার টাকার ওপর দাম হলে কৃষকের ঘুরে দাঁড়ানো সহজ হতো।’

তানোর পৌরসভার আমশো এলাকার প্রসিদ্ধ আলুচাষি আলহাজ্ব মোকসেদ মোল্লা  জানান, ৩০ বছর ধরে আলু চাষ করে আসছেন তিনি। গত বছর বড় ধরনের লোকসান গুনতে হলেও এবার ২৫০ বিঘা জমিতে আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে আলুর দাম বাড়ায় বীজ আলুর দামও বেড়েছে। তবুও এ বছর আশানুরূপ চাষ করব।’

তানোর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২১ হাজার ৩৮৭ হেক্টরে। এ বছর আমনের উৎপাদন গতবারের তুলনায় বেশি হলেও বাজারদরে কৃষকরা কিছুটা হতাশ। অন্যদিকে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে।

এমএসএম / এমএসএম

পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ

বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়

সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপ উদ্ধার