কদমতলীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ নাগরিকের ৯ কোটি টাকার জমি দখলের চেষ্টা
ঢাকা-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী তানভীর আহমেদ রবিনের বড় ভাই রাসেল আহম্মেদের পরিচয় ব্যবহার করে জমি দখলের চক্রান্তের অভিযোগ উঠেছে শাহনাজ পারভীনের বিরুদ্ধে। উত্তর যাত্রাবাড়ী এলাকার মৃত মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে শাহনাজ পারভীন নীরিহ নাগরিক মোঃ মাসুদ হোসেন মুন্সির কদমতলীর ৪৫ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করছেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কদমতলী থানাধীন ৩৩/৩ দনিয়া মৌজার ঢাকা কালেক্টরীর ২৫৪ নং তৌজিভুক্ত সিএস ৩৯৮ নং দাগের ৪৫ শতাংশ সম্পত্তি আম-মোক্তারকৃত। এই সম্পত্তির চৌহুদ্দি হলো উত্তরে নির্মাণাধীন বাড়ি, দক্ষিণে ১৬৪৩১ দাগের রাস্তা, পূর্বে রাস্তা এবং পশ্চিমে ১৬৪২৪ দাগের জমি। প্রায় ৯ কোটি টাকা মূল্যের ওই জমি হাতিয়ে নিতে দীর্ঘদিন ধরে শাহনাজ পারভীন পরিকল্পিতভাবে হয়রানি, ভয়ভীতি সৃষ্টি এবং দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। তিনি রাজনৈতিক পরিবারের নাম ভাঙিয়ে স্থানীয় কবির, ছগির, মান্নান, আবুল হোসেন মুন্সী, রং মাসুদসহ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসীদের মাধ্যমে ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ মাসুদ হোসেন মুন্সি বলেন, তিনি কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে তাঁর পক্ষে রায় হয়েছে। মামলায় হেরে গিয়েও তাঁর বৈধ ক্রয়কৃত জমি দখলের জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব দেখিয়ে সন্ত্রাসী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী মোঃ জনি বলেন, তিনি দুই বছর যাবৎ এই জায়গার প্রকৃত মালিক মোঃ মাসুদ হোসেন মুন্সীর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গ্যারেজ চালান। তিনি অভিযোগ করেন, শাহনাজ পারভীন (ছায়ামনি) ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নিরীহ মাসুদ হোসেন মুন্সীর বিরুদ্ধে মামলায় না জিতেও জোর করে জায়গা দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী আদালত নং-৩ এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান কর্তৃক পরিচালিত সার্ভেয়ারের প্রতিবেদনে মোঃ মাসুদ হোসেন মুন্সি জমিটি কেয়ারটেকারের মাধ্যমে ভোগদখলে আছেন বলে উল্লেখ করা হয় এবং তাঁর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রেরণ করা হয়। এর পরও জমি দখলের উদ্দেশ্যে শাহনাজ পারভীন সন্ত্রাসী বাহিনী ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দারাও এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয় এবং ভুক্তভোগী নিরাপত্তা পান। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।
এমএসএম / এমএসএম
কদমতলীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ নাগরিকের ৯ কোটি টাকার জমি দখলের চেষ্টা
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ