ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কদমতলীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ নাগরিকের ৯ কোটি টাকার জমি দখলের চেষ্টা


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:১৭

ঢাকা-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী তানভীর আহমেদ রবিনের বড় ভাই রাসেল আহম্মেদের পরিচয় ব্যবহার করে জমি দখলের চক্রান্তের অভিযোগ উঠেছে শাহনাজ পারভীনের বিরুদ্ধে। উত্তর যাত্রাবাড়ী এলাকার মৃত মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে শাহনাজ পারভীন নীরিহ নাগরিক মোঃ মাসুদ হোসেন মুন্সির কদমতলীর ৪৫ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করছেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কদমতলী থানাধীন ৩৩/৩ দনিয়া মৌজার ঢাকা কালেক্টরীর ২৫৪ নং তৌজিভুক্ত সিএস ৩৯৮ নং দাগের ৪৫ শতাংশ সম্পত্তি আম-মোক্তারকৃত। এই সম্পত্তির চৌহুদ্দি হলো উত্তরে নির্মাণাধীন বাড়ি, দক্ষিণে ১৬৪৩১ দাগের রাস্তা, পূর্বে রাস্তা এবং পশ্চিমে ১৬৪২৪ দাগের জমি। প্রায় ৯ কোটি টাকা মূল্যের ওই জমি হাতিয়ে নিতে দীর্ঘদিন ধরে শাহনাজ পারভীন পরিকল্পিতভাবে হয়রানি, ভয়ভীতি সৃষ্টি এবং দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। তিনি রাজনৈতিক পরিবারের নাম ভাঙিয়ে স্থানীয় কবির, ছগির, মান্নান, আবুল হোসেন মুন্সী, রং মাসুদসহ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসীদের মাধ্যমে ভুক্তভোগীর ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ মাসুদ হোসেন মুন্সি বলেন, তিনি কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে তাঁর পক্ষে রায় হয়েছে। মামলায় হেরে গিয়েও তাঁর বৈধ ক্রয়কৃত জমি দখলের জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব দেখিয়ে সন্ত্রাসী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী মোঃ জনি বলেন, তিনি দুই বছর যাবৎ এই জায়গার প্রকৃত মালিক মোঃ মাসুদ হোসেন মুন্সীর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গ্যারেজ চালান। তিনি অভিযোগ করেন, শাহনাজ পারভীন (ছায়ামনি) ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নিরীহ মাসুদ হোসেন মুন্সীর বিরুদ্ধে মামলায় না জিতেও জোর করে জায়গা দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী আদালত নং-৩ এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান কর্তৃক পরিচালিত সার্ভেয়ারের প্রতিবেদনে মোঃ মাসুদ হোসেন মুন্সি জমিটি কেয়ারটেকারের মাধ্যমে ভোগদখলে আছেন বলে উল্লেখ করা হয় এবং তাঁর পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রেরণ করা হয়। এর পরও জমি দখলের উদ্দেশ্যে শাহনাজ পারভীন সন্ত্রাসী বাহিনী ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দারাও এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয় এবং ভুক্তভোগী নিরাপত্তা পান। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ