পটুয়াখালীতে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরি গ্রেপ্তার ৩
পটুয়াখালী সদরের একটি স্বর্ণের দোকানে চেতনা নাশক ব্যবহার করে ৬ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের কোতয়ালী থানা এলাকা থেকে মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ যানায়, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দুইজন অজ্ঞাতনামা নারীসহ একটি চক্র পটুয়াখালী পৌরসভার নতুন বাজার এলাকার শ্রীগুরু গোল্ড হাউস জুয়েলারি দোকানে প্রবেশ করে অভিনব কায়দায় চুরি সংঘটিত করে। দোকানদার লিটন মালাকার জানান, দুই নারী প্রথমে স্বর্ণের দুল বিক্রি ও পরে চেইন কেনার কথা বলে তাকে ব্যস্ত রাখে। এক পর্যায়ে তারা দোকানে থাকা পানি চাইলে দোকানদার পানি দিতে গেলে তাদের একজন সহযোগী দোকানদারের নাকের কাছে চেতনা নাশক জাতীয় দ্রব্য ধরে এতে দোকানদার ও কর্মচারী সাময়িকভাবে জ্ঞান হারান এবং অচেতন অবস্থায় চক্রের সদস্যরা যা বলে তিনি তাই করেন।
জ্ঞান ফেরার পর দোকানদার দেখতে পান স্বর্ণের কানের দুলের স্টক বক্সটি দোকান থেকে উধাও। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার সময় মোসাঃ রাবেয়া বেগম দক্ষতার সঙ্গে স্বর্ণের স্টক বক্সটি নিজের ওড়নার মধ্যে লুকিয়ে দ্রুত বের হয়ে যান। এ ঘটনার পর লিটন মালাকার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা নং–৩২, তারিখ ২১-১১-২০২৫, ধারা ৩২৮/৩৮০/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ পটুয়াখালীর দিকনির্দেশনায় পটুয়াখালী সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানের শতাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের চিহ্নিত করে ২৪ নভেম্বর দিনাজপুর কোতয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১.মোসাঃ রাবেয়া বেগম (৫৪) ২. মোসাঃ মনোয়ারা বেগম (৪৪) ৩. মোঃ সেলিম জাবেদ (৩৮), সর্ব থানা–কোতয়ালী, জেলা–দিনাজপুর। তাদের কাছ থেকে জব্দ করা হয় ব্যবহৃত বোরকা, ওড়না, ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায় যে দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে এ ধরনের একাধিক চুরির মামলা রয়েছে। মোঃ সেলিম জাবেদ আদালতে জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং যে কেউ জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫