আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই: জিয়াউর রহমান পাপুল
খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, সঠিক নেতৃত্বের অভাবে দাকোপ-বটিয়াঘাটায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সরকারি অর্থ অপচয় ও লুটপাট করা হয়েছে, যা জনকল্যাণে কোনো কাজে আসেনি। সেজন্য এ জনপদের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি।
বুধবার বিকালে দাকোপের এমএম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, তিনি দাকোপ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে চান। খুলনা শহর থেকে দাকোপের নলিয়ান পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের মাধ্যমে এ উপজেলাকে মূল শহরের সঙ্গে সরাসরি যুক্ত করার পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দাকোপে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। এতে এলাকার বেকারত্ব সমস্যা দূরীভূত হবে।
৯০ এর ডাকসু নির্বাচনে হাজী মোহাম্মদ মহসিন হলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক পাপুল বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে কাজ করা হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজারজাতকরণ সহজ হবে, কৃষক ন্যায্য মূল্য পাবে এবং এ জনপদের অর্থনীতি বদলে যাবে। তিনি দাকোপে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, এ উপজেলা অপার সম্ভাবনাময় একটি জনপদ। মংলা বন্দর এ উপজেলা থেকেই চালনা বন্দর নামে যাত্রা শুরু করে। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও আধুনিক উপজেলা হিসাবে দাকোপকে প্রতিষ্ঠিত করাই তাঁর মূল লক্ষ্য।
চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব কাজী, যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন মোল্লা, ইমরান হোসেন পলাশ, এসএম ফয়সাল, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, বাজুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেকেন্দার শেখ, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মানস গোলদার, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার ও বানিশান্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবদলের সভাপতি অমল গোলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম, দাকোপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কৈশল্যা রায়, চালনা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া পারভীন, দাকোপ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মঞ্জিলা পারভীন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা প্রমুখ। অনুষ্ঠানে দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
৮ দফা দাবিতে ময়মনসিংহে নার্সদের বিক্ষোভ সমাবেশ
হাটহাজারীতে আমনের বাম্পার ফলন
রাজস্থলীতে বিএনপি'র উদ্যোগে আসন্ন নির্বাচনে প্রস্তুতি মূলক যৌথ সভা
ভারতে গিয়ে চার যুবতী আটক : পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত
মান্দায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
বারহাট্টায় অভিনব কায়দায় জন্ম নিবন্ধন, ফেঁসে গেলেন ইউপি'র প্রশাসনিক কর্মকর্তা
পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে মিলল উত্তরপত্র, তদন্ত কমিটি গঠন
শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বিএনপির হেভিওয়েট নেতাদের বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা
উলিপুরে বিএনপির এমপি প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন
সৎ খোদাভীরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেলে অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে থাকতে হতো না—মাও: আমিনুল ইসলাম