ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৮ দফা দাবিতে ময়মনসিংহে নার্সদের বিক্ষোভ সমাবেশ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৪:০

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রক্রিয়ার বিরুদ্ধে এবং ৮ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মেডিকেল কলেজ ক্যাম্পাস সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক এর সঞ্চালনায় নার্সিং পেশার সুরক্ষা, অধিদপ্তরের স্বাধীনতা রক্ষা এবং পেশাগত মর্যাদা নিশ্চিতকরণে সব নার্সকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।এসময় উপস্থিত ছিলেন মমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম,উপ-সেবা তত্ত্বাবধায়ক হামিদা বেগম,
বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি আজাহারুল ইসলাম সোহাগ, কোষাধক্ষ মাসুমা পারভীন, ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি আহাদ, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফ প্রতিনিধি দীপু রায়, নার্সিং শিক্ষক ফরহাদ হোসেন, সিনিয়র স্টাফ নার্স মোঃ আজিজুর হক, আব্দুল লতিফ তালুকদার মিন্টু, মজিবুর রহমান,আঃ মজিদ, আক্তার হোসেন, সিদ্দিকুর রহমান,লাকী আক্তার,আম্বিয়া খাতুন পলি, বিজন কুমার, তানজিম এহসান, হায়দার আলী,ফজলুল হক, মনোয়ারা খাতুন, হাসান আব্দুল্লাহ,শাহানাজ মুক্তা,তাহমিনা আমিন,তানভীর আহমেদ,রোকসানা পারভীন রুপা, শিক্ষার্থী নাহার প্রমুখ।সিনিয়র স্টাফ নার্স আব্দুল লতিফ তালুকদারের বক্তব্য বলেন,কোভিড ১৯ মহামারির সময় যখন মানুষ মানুষকে রাস্তায় ফেলে রেখে গেছে, তখন একজনও নার্স কোনো রোগীকে ফেলে যায়নি। জীবন বাজি রেখে নার্সরা আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন, সুস্থ করে ঘরে ফিরিয়েছেন। আজ সেই নার্স সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, ৮ দফা ন্যায্য দাবিকে খাটো করার চেষ্টা চলছে। আমরা এ অন্যায় মেনে নেব না। নার্সরা মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছে, তাই তাদের প্রতি সম্মান ও অধিকার নিশ্চিত করতেই হবে।
বিএনএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের বলেন,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আমাদের অস্তিত্ব, আমাদের মর্যাদা এবং পেশাগত স্বাধীনতার প্রতীক। একটি মহল ষড়যন্ত্র করে এই অধিদপ্তরকে বিলুপ্ত করতে চাইছে, যা নার্সদের অর্জনকে ধ্বংস করার সামিল। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এই অধিদপ্তর অন্য কোথাও একীভূত করার চক্রান্ত বন্ধ করতে হবে। ৮ দফা দাবির প্রতিটি পয়েন্ট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক বলেন,নার্সরা দেশের প্রতিটি সঙ্কটে frontline এ থাকে। হাসপাতালে, আইসিইউতে, জরুরি বিভাগে সর্বত্র নার্সদের অবদান। অথচ আজ তাদের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলছি পেশাগত মর্যাদা, পদোন্নতি, স্বাধীন প্রশাসনিক কাঠামো ও দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করতে হবে। ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এক ইঞ্চি পিছিয়ে আসা হবে না।উল্লেখ্য যে,উত্তাল স্লোগান, প্রতিবাদ ও বিক্ষোভে এলাকাজুড়ে নার্সদের ঐক্যবদ্ধ অবস্থান ছিল চোখে পড়ার মতো। বক্তারা জানান ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং নার্সিং পেশার মর্যাদা সমুন্নত রাখতে তারা কোনো আপস করবেন না।

এমএসএম / এমএসএম

চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড

ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আদমদীঘিতে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ছাতকে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী গ্রেফতার

রাণীনগরে আওয়ামীলিগ দোসর বেলালের অত্যাচারে নাকাল গ্রামবাসি

শেরপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

৮ দফা দাবিতে ময়মনসিংহে নার্সদের বিক্ষোভ সমাবেশ

হাটহাজারীতে আমনের বাম্পার ফলন

রাজস্থলীতে বিএনপি'র উদ্যোগে আসন্ন নির্বাচনে প্রস্তুতি মূলক যৌথ সভা