ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৬:৬

রংপুরের তারাগঞ্জে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গরুর ল্যাম্পিং স্ক্রিন ডিজিজ (এলএসডি)। অভিযোগ উঠেছে মজুত থাকা সত্ত্বেও পিজি বা নন পিজি গ্রুপের আওয়াধীন খামারীরা পায়নি সেই এলএসডি ভ্যাক্সিন। ফলে ভাইরাসজনিত এই রোগ ইতোমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে বলে দাবি অনেকের। এমন পরিস্থিতিতে হতাশা আর দুশ্চিন্তায় পরেছে ক্ষুদ্র, মাঝারি এবং বড় খামারিরা। ক্ষতিগ্রস্থও হয়েছে অনেক খামারী। 

খামারিদের অভিযোগ, গত মাসিক মিটিং এ তাদের বলা হয়েছে, অক্টোবর মাসের ৩০ তারিখের মধ্যে পিজি গ্রুপের সদস্যভূক্ত খামারিদের অগ্রাধিকারের ভিত্তিতে তাদের গরু গুলোকে এলএসডি ভ্যাক্সিন প্রদান করা হবে। কিন্তু নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত পিজি বা নন পিজি গ্রুপের কোন খামারীর গরুকে দেয়া হয়নি সেই ভ্যাক্সিন। 

জানা গেছে, গত ৩০ অক্টেবরের মধ্যে উপজেলার সকল পিজি গ্রুপ খামারীদের মধ্যে এলএসডি ভ্যাকসিন প্রদান শেষ করার কথা থাকলেও, নভেম্বর মাসের শেষে এসেও তা শুরু না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। পিজি গ্রুপের সদস্যদের মাসিক সঞ্চয়ের টাকা পরিশোধ না থাকায় তাদের এলএসডি ভ্যাক্সিন দেয়া হয়নি বলেও তাদের অভিযোগ। তবে মাসিক সঞ্চয় পরিশোধ থেকেও ভ্যাক্সিন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক পিজি সদস্য। উপজেলা ঘুরে দেখা গেছে, কুর্শা, সয়ার, আলমপুর, হাড়িয়ারকুঠি সহ ইকোরচালী ইউনিয়নের প্রায় খামারীর গরু ল্যাম্পি রোগে আক্রান্ত। যথা সময়ে এলএসডি ভ্যাকসিন না দেয়ায় ঝুঁকিতে রয়েছে উপজেলার পিজি ও নন পিজি গ্রুপের প্রান্তিক খামারীরা।
 
উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের খামারি মো. আজিজুল হক জানান, আমি একজন ডেইরি পিজি সদস্য। পশু হাসপাতালে যোগাযোগ করেও ভ্যাকসিন পাইনি। আমার ১০ টা গরুর মধ্যে ইতোমধ্যে একটি গরু আক্রান্ত, গরুটির অবস্থা আশঙ্কাজনক। তবে আমার গরু আক্রান্ত হওয়ার কথা শুনে অফিস থেকে লোক এসে (২৬ নভেম্বর) ভ্যাকসিন  দেন। আমি ভয়ের মধ্যে আছি আমার গরু গুলোর কি হবে!

সয়ার ইউনিয়নের বকশি পাড়া গ্রামের খামারি মো. মঞ্জুরুল ইসলাম লাইজুন বকশি জানান, সরকার পিজি গ্রুপের সদস্যভূক্ত খামারীদের জন্য যে ভ্যাকসিন বরাদ্দ দিয়েছে, আমি এখন পর্যন্ত তা পাইনি। ইতোমধ্যে আমার খামারের একটি গরু ল্যাম্পি রোগে আক্রন্ত। পিজি গ্রুপের সদস্য হয়েও পশু হাসপাতালের সহযোগীতা না পেয়ে আমি হোমিও ট্রিটমেন্ট করাচ্ছি।

উপজেলার মণ্ডলপাড়ার মো. আজাহারুল জানান, পিজি গ্রুপের সদস্য সঞ্চয় পরিশোধ করলে ভ্যাকসিন দেয়যা হবে। কিন্তু আমার কোন সঞ্চয় বকেয়া নাই, তবুও ভ্যাকসিন দেয়নি। আমার এলররাকায় গত বছরেও ল্যাম্পি আক্রান্ত হয়ে মারা গেছে। এবারেও ভ্যাকসিন না পাওয়ায় এই এলাকায় ল্যাম্পি রোগে আক্রন্ত হয়েছে বেশকিছু খামারের গরু। ছোঁয়যাছে রোগ হওয়া আমার সবাই ঝুঁকিতে আছি। পশু হাসপাতালের অবহেলার কারণে আমরা খামারীরা গরু নিয়ে ঝুঁকিতে আছি। কেউ কেউ বাইরে চিকিৎসা নিচ্ছি, দেখি আল্লাহ কি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক খামারী বলেন, আমি জেনেছি পিজি গ্রুপের সদস্যরাই এখন পর্যন্ত এলএসডি ভ্যাকসিন পায়নি। সেখানে আমি নন পিজি সদস্য হয়ে ভ্যাকসিন কই পাবো। কিন্তু তারাগঞ্জে ল্যাম্পি আক্রান্ত অনেক খামারীর গরু, দ্রুত প্রতিকার করা না হলে এই উপজেলার গরু খামারীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। পিজি সদস্যদের জন্য সরকারি ভ্যাকসিন, পশু হাসপাতাল এগুলো দিচ্ছে না কেন? 

এলএসডি ভ্যাক্সিন মজুত থাকা সত্বেও খামারীরা পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে জনাতে চাইলে তারাগঞ্জ উপজেলা এলডিডিপি প্রকল্প কর্মকর্তা (এলইও) মো. আমিনুল ইসলাম কোন সদুত্তর না দিয়ে, প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জানতে বলেন। এসময় একাধিকবার প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফেতেখারুল ইসলামকে মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেন নি। অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন মোছা. ইসরাত জাাহন ইমা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হয়ে সাফ বলে দেন তথ্য অধিকারের মাধ্যমে তথ্য নেন।

উল্লেখ্য যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের ০৬/১০/২৫ তারিখের স্মারক নং:৩৩.০১.০০০০.০০০.২০০.১৬.০০১৮.২৫-৯০৯ মোতাবেক রোগটির পুরুত্ব বিবেচনা করে ও টিকার কার্যক্ষমতা অক্ষুন্ন রাখতে অনতিবিলম্বে টিকা প্রয়োগ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক দৈনন্দিন প্রতিবেদন প্রেরণ সহ আগামী ৩০/১০/২০২৫ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলেও তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার গাফিলতির কারনে তা পালন করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী খামারীদের।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর

আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ

গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া

কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন

তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা

চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড

ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা