জগৎ জননী মাতা

জগৎ জননী মাতা
লিপি আক্তারসেই কবে উজ্জ্বল নক্ষত্র হতে ঝরে
পড়েছিলো বাংলার বুকে,
জল-কাঁদামাটি নিয়ে খেলাঘরে খেলারত
ছোট্ট শিশুটি
আজ নারীসূর্য!মাতা!
চরম ধৈর্যে পাড়ি দিয়েছ বিক্ষুদ্ধ সমুদ্র,
জয় করেছ ভয়ংকর মানব,
সয়েছ অসহনীয় যাতনা, নিরবে মেনেছ সকল অপমান।
স্বপ্নময় উজ্জ্বল দিনগুলো বেঁধেছ
বেদনার অন্ধ কারাগারে।
কঠিন তপস্যায় ব্রত, তুমি জগৎ জননী।মাতা!
দগ্ধ হয়েছ নিরন্তর,
অনন্ত বেদনায় পুড়েছ সর্বক্ষণ,
ঝরিত অশ্রুতে ভিজেছে কপোল, তব্ওু হাসিমুখ
কভু থামেনি পথচলা।
দুঃস্বপ্নে ঘুমোতে পারোনি রাতভর,
চোখে ভেসেছে পিতার বুলেট বিদ্ধ ঝাঁঝরা
ক্ষত- বিক্ষত দেহ,
কচিপ্রাণ রাসেলের কোমল রক্তাক্ত পবিত্র শরীর,
প্রিয় পরিজনের লাশের সারি।
এরপর ও চলেছ অবিরাম, করুণাময়ী জননী।মাতা!
দশহাতে সামলেছ দশদিক,
কখনো মমতাময়ী, কখনো রুদ্ররুপিনী,
নিরন্তর ছুটে চলা নির্ভীক সৈনিক তুমি,
ভালোবাসায় বুকে জড়িয়েছ
বুভুক্ষ বেদনাহত সন্তানদের।
ঘন বর্ষার জলে স্নাত হয়ে ধুয়েছ
ধুলোমাখা পতাকাটি।
ক্লান্তিহীন অন্ধকার রজনী দু'হাতে সরিয়ে
বিশ্বকে দেখিয়েছ বাংলাদেশের ঝকঝকে মানচিত্র।মাতা!
আজ বাংলা পৃথিবীর বুকে উদিত ভোরের নব সূর্য
এ তোমারই কষ্টার্জিত স্বপ্নফসল,
এ তোমারই দান।
তুমি বার্তাবাহক, নারী জাতির বার্তাবাহক।
সমগ্র পৃথিবীর বার্তাবাহক।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
