ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিসিআই এর আয়োজনে “এসএমই ফাইন্যান্সিং: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৪:১৫

আজ সকাল ১১.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে  “এসএমই ফাইন্যান্সিং: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুসফিকুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন । কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মিস শাহানাজ পারভীন, যুগ্মপরিচালক (এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট), বাংলাদেশ ব্যাংক এবং সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার, এসএমই ব্যাংকিং এন্ড হেড অব ফিন্যান্সিয়াল লিটারেসি উইং, সীমান্ত ব্যাংক পিএলসি। কর্মশালায় বিসিআই এর সদস্য, ব্যাংক, উইমেন চেম্বার, বিভিন্ন এসোশিয়েশন, ব্যাক্তিগত প্রতিষ্ঠানের মালিক এবং বিটাক এর প্রশিক্ষণার্থী সহ মোট  ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।  
বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই নিয়মিত ভাবে দেশের শিল্পায়ন এবং অন্যান্য শিল্প ও ব্যবসা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে আর তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মশালা। 
বিসিআই সভাপতি বলেন, এসএমই খাত বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি। আমাদের দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ এসএমই থেকে আসে, এবং জিডিপিতে এই খাতের অবদান ২৫ শতাংশের বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য হলো নতুন উদ্যোক্তা তৈরি, আঞ্চলিক ভারসাম্যহীনতা দূর করা ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এসএমই খাতের ভূমিকা অগ্রগণ্য। কিন্তু এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফাইন্যান্সিং, তবে এর মধ্যেও বিশাল অপরচুনিটিও রয়েছে। আমরা মনে করি এসএমই খাতে ফাইন্যান্সিং শুধু অর্থায়ন নয়, এটি আমাদের অর্থনীতির ভবিষ্যৎ বিনিয়োগ। যদি আমরা এই খাতে সহজ অর্থায়ন নিশ্চিত করতে পারি, তবে বাংলাদেশ আগামী দশকে আঞ্চলিকভাবে একটি শক্তিশালী উদ্যোক্তা নির্ভর অর্থনীতি হিসেবে দাঁড়াবে। আজকের এই কর্মশালার মধ্যমে এসএমই ফাইন্যান্সিং এর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা উঠে আসবে এবং বিসিআই ভবিষ্যতে  এ ধরনের প্রশিক্ষণ চালিয়ে যাবে যার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং সেক্টরে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তিনি এসএমই ফাউন্ডেশন এর চেয়ারপার্সন মহোদয়কে ধন্যবাদ জানান এবং বিসিআই ও এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তা উন্নয়নে যৌথ ভাবে কাজ করলে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সহজ হবে বলে  আশাকবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি এবং অপর রিসোর্স পার্সনকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানান। 
প্রধান অতিথির বক্তব্যে মো. মুসফিকুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আজকের বিষয়ে বিসিআই এর এই উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এসএমই ফাউন্ডেশন এসএমই সেক্টর নিয়েই কাজ করে যাচ্ছে। এসএমই ফাউন্ডেশন নিয়মিত ভাবে বিভিন্ন ট্রেনিং, কর্মশালা, অর্থায়নে জটিলতা নিরসন, এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য দেশ ও বিদেশে বিভিন্ন মেলা আয়োজন করছে। এসএমই ফাইন্যান্সিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের এ বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএমই মেলায় সকলকে তিনি আমন্ত্রন জানান। তিনি বিসিআই সভাপতিকে উনাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান এবং বিসিআই ও এসএমই ফাউন্ডেশন ভবিষ্যতে কমন ইস্যুতে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 
কর্মশালার দ্বিতীয় ভাগে মিস শাহানাজ পারভীন, যুগ্মপরিচালক (এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্ট), বাংলাদেশ ব্যাংক “এসএমই ফাইন্যান্সিং: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরওয়াড” এর উপর আলোচনা করেন। তিনি বাংলাদেশ ব্যাংক কতৃক গত ১৭ মার্চ ২০২৫ তারিখে জারিকৃত সিএমএসএমই মাস্টার সার্কুলারে সিএমএসএমই ফাইন্যান্সিং এর উল্লেখযোগ্য সুযোগ সমূহ যেমন- নতুন উদ্যোক্তা, স্টার্ট-আপ, নারী উদ্যোক্তা, পুণ:অর্থায়ন স্কিম ইত্যাদি বিশদ ভাবে তুলে ধরেন এবং বিভিন্ন ব্যাংক থেকে সিএমএসএমই ঋণ সুবিধা সমূহ পাওয়ার উপায় সমূহ তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুন্দরভাবে বিষয় সমূহ বুঝিয়ে দেন। সেশনটি অত্যান্ত প্রানবন্ত ছিল। দ্বিতীয় অধিবেশনে সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার, এসএমই ব্যাংকিং এন্ড হেড অব ফিন্যান্সিয়াল লিটারেসি উইং, সীমান্ত ব্যাংক পিএলসি “এক্সেস টু এমএসএমই ফাইন্যান্স এন্ড প্রোগ্রেস অব ডিজিটাল এমএসএমই ফাইন্যান্স ইন বাংলাদেশ ” এর উপর আলোচনা করেন। তিনি এমএসএমই  ফাইন্যান্সিং এর সুযোগ সমূহ এবং কিভাবে ব্যাংক থেকে সুযোগ সমূহ নেয়া যায় এ বিষয়ের উপর এবং ডিজিটাল এমএসএমই ফাইন্যান্স এর অগ্রগতি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আলোকপাত করেন। তিনি এমএসএমই ঋণ বিতরণে উনার অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। উনার সেশনটিও খুবই ইন্টারএকটিভ ছিল।  
কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবং বিসিআই এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা এবং বিসিআই এর সিএমএসই ডেভেল্পমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়াম্যান মিসেস ইসমাত জেরিন খান সকলের নিকট সার্টিফিকেট বিতরণ করেন। বিসিআই সেক্রেটারি জেনারেল আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং পরবর্তিতে সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচীর সাথে যুক্ত থাকার অনুরোধ জানান। 

এমএসএম / এমএসএম

ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

দেশের সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে নতুন রূপে, পরিচয়ে বাংলালিংক

অর্থোপেডিক চিকিৎসা উন্নয়নে দিনভর কর্মসূচি

এসএমই খাতে ঋণপ্রবাহ জোরদারে এসএমইডিপি-২ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

একশর বেশি বিনিয়োগকারীর সামনে পাঁচ স্টার্টআপের পিচ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৮তম সভা অনুষ্ঠিত

গুয়াংজু সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল লতিফ

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেয়েছে এনআরবিসি ব্যাংক

বিসিআই এর আয়োজনে “এসএমই ফাইন্যান্সিং: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

সুন্দরবনে বিশেষ অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী অস্ত্রসহ আটক

দেশের বড় অর্থোপেডিক সম্মেলন: BOSCON ২০২৫ ঢাকায় শুরু ৩০ নভেম্বর

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ