ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শিশু কেন কাঁদে


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:৫
শিশু কেন কাঁদে
কবি গোলাম মতিন রুমি
 
মা বোনেরা শোনো তোরা শোনো দিয়ে মন
শিশু কেন কাঁদে এর জানো কি কারণ ?
ক্ষুধা পেলে কাঁদে শিশু আর পিপাসায়,
আদর চাহিয়া আদর যদি নাহি পায়।
রোগ হলে শিশু কাঁদে যেমন পেটে ব‍্যাথা,
অতিশীত গরম আর পেলে ভেজা কাথা।
শিশু কাঁদে আঘাতে আর পেলে রাগ ভয়,
বেশিক্ষণ এক পার্শে গুইলে বিছানায়।
আরো কাঁদে যদি গায়ে থাকে চিপা জামা
এসব কারণ জেনে রাখ সন্তানের মা।

এমএসএম / এমএসএম